নাঙ্গলকোটে নিজ গ্রামের রাস্তাঘাট পরিদর্শন করেন জামায়াত প্রার্থী ইয়াছিন আরাফাত

প্রকাশিত: ১:২৪ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২৫

নাঙ্গলকোটে নিজ গ্রামের রাস্তাঘাট পরিদর্শন করেন জামায়াত প্রার্থী ইয়াছিন আরাফাত
কেফায়েত উল্লাহ মিয়াজী-  বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ ইয়াছিন আরাফাত শনিবার সকালে তাঁর নিজ গ্রাম নাঙ্গলকোটের রায়কোট দক্ষিণ ইউনিয়নের পূর্ব বাম পাড়ায় রাস্তাঘাট পরিদর্শন করেন। বৃষ্টি উপেক্ষা করে সকালে গ্রামের উত্তর পাড়া থেকে দক্ষিণপাড়া হয়ে ডাকাতিয়া নদীর পাড়ের সংযোগ হওয়া মাটির রাস্তা এবং ওই গ্রামের দৃষ্টিনন্দন নামে পরিচিত এলাকা হয়ে নারানদিয়া ব্রিজ পর্যন্ত পরিদর্শন করেন। এসময় তিনি কাদামাটির রাস্তায় প্রতিদিন চলাচল করা স্থানীয়দের মুখে তাদের চরম দুর্ভোগের কথা শুনেন  এবং রাস্তার বেহাল দশা স্বচক্ষে দেখেন।
এছাড়া তিনি কিছুদিন পূর্বে বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া গ্রামের যুবকদের স্বেচ্ছাশ্রমে মেরামতকৃত রাস্তাটিও পরিদর্শন করেন। এসময় পূর্ব বামপাড়া থেকে দৃষ্টিনন্দন পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার রাস্তা মেরামত করতে উপজেলা প্রশাসনের নিকট আবেদন প্রেরণ  করেছেন এবং তার আলোকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের চেষ্টা করছেন বলে তিনি গ্রামবাসীকে জানান।
গ্রামের রাস্তাঘাট পরিদর্শন শেষে তিনি একটি জানাজা এবং  সামাজিক অনুষ্ঠানে ও কবর যিয়ারতে অংশগ্রহণ করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ