নাঙ্গলকোটে দারুননাজাত সিদ্দীকিয়া মাদরাসার অভিভাবক সম্মেলন

প্রকাশিত: ১২:০৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২৩

নাঙ্গলকোটে দারুননাজাত সিদ্দীকিয়া মাদরাসার অভিভাবক সম্মেলন

কেফায়েত উল্লাহ মিয়াজী : নাঙ্গলকোটের দারুননাজাত সিদ্দীকিয়া আইডিয়াল মাদরাসার অভিভাবক সম্মেলন ও আসসিদ্দীক মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান বুধবার দুপুরে মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। মাদরাসা প্রতিষ্ঠাতা সুরুজ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসা অধ্যক্ষ মাওলানা আ. খ. ম আবু বকর সিদ্দিক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নাঙ্গলকোট দারুননাজাত সিদ্দীকিয়া আইডিয়াল মাদরাসা সহ-পরিচালক শাহিন আলম।
নাঙ্গলকোট দারুননাজাত সিদ্দীকিয়া আইডিয়াল মাদরাসা প্রধান শিক্ষক সাইফুল ইসলাম ও উপদেষ্টা রেদওয়ানুল হক শাকেরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঢাকা মোহাম্মদপুর দারুততাকওয়া মাদরাসা অধ্যক্ষ ইকরামুল হক, দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসা হাদিস বিভাগের উপাধ্যক্ষ মাওলানা শরফুদ্দিন, মাদরাসার শিক্ষার্থী অভিভাবক মাওলানা আব্দুল ময়েছ, মাস্টার ছালাহ উদ্দিন, দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসা আরবী প্রভাষক মাওলানা কাউসার হোসাইন, নাঙ্গলকোট ইক্বরা মাদরাসা পরিচালক হাফেজ আবু ইউসুফ, নাঙ্গলকোট আফসারুল উলূম কামিল মাদরাসা অধ্যক্ষ মাওলানা আব্দুল হান্নান, মন্তলী রহমানিয়া ফাজিল মাদরাসা অধ্যক্ষ মাওলানা শামছু উদ্দিন, মাধবপুর ছালেহিয়া দারুসসুন্নাত প্রস্তাবিত আলিম মাদরাসা অধ্যক্ষ মাওলানা আবু বকর সিদ্দিক, তিলিপ সিনিয়র মাদরাসা অধ্যক্ষ ছালেহ আহম্মেদ ভূঁইয়া প্রমুখ।
অনুষ্ঠান শেষে আসসিদ্দীক মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান এবং দোয়া মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসা অধ্যক্ষ মাওলানা আ. খ. ম আবু বকর সিদ্দিক।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ