বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কুমিল্লা-১০ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা ইয়াছিন আরাফাতের পক্ষ থেকে নাঙ্গলকোটের রায়কোট দক্ষিণ ইউনিয়নের বেল্টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প শুক্রবার দিন ব্যাপী অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পে ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসক বিকাল ৪টা পর্যন্ত সেবা প্রদান করেন। ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগীগণ বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসা পত্র এবং কিছু ঔষধ বিনামূল্যে গ্রহণ করেন। ফ্রি মেডিকেল ক্যাম্প উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রায়কোট দক্ষিণ ইউনিয়ন জামায়াত সভাপতি মাহফুজ আলম খন্দকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-১০ আসনে জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোহাম্মদ ইয়াছিন আরাফাত। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাবেক শিবির নেতা প্রভাষক আব্দুস সালাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়কোট দক্ষিণ ইউনিয়ন জামায়াত সেক্রেটারি মাস্টার আব্দুল খালেক খোকন, জামায়াত নেতা নূর মোহাম্মদ, ইসলামি ছাত্রশিবির নাঙ্গলকোট উপজেলা উত্তর সেক্রেটারি জোবায়ের হোসেন আরমান, রায়কোট দক্ষিণ ইউনিয়ন শ্রমিক কল্যাণ সভাপতি সাইফুল ইসলাম, ইউনিয়ন জামায়াত অফিস সম্পাদক শহিদুল ইসলাম সাহেদ, ৪নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ সোহাগ, জামায়াত নেতা আজিম উদ্দিন প্রমুখ।