নাঙ্গলকোটে ডে-নাইট শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন 

প্রকাশিত: ৪:২৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২৪

নাঙ্গলকোটে ডে-নাইট শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন 
কেফায়েত উল্লাহ মিয়াজী :
কুমিল্লার নাঙ্গলকোটের চেহরিয়া শেখ রাসেল ক্রীড়া  চক্রের আয়োজনে ডাবল সাইকেল ডে-নাইট শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী খেলা শুক্রবার বিকেলে চেহরিয়া মাঠে অনুষ্ঠিত হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা মাইন উদ্দিন মজুমদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নাঙ্গলকোট উপজেলা আওয়ামীলীগ সদস্য ও দৈনিক লোকালয় পত্রিকা সম্পাদক আলহাজ্ব আব্দুস সালাম ভূঁইয়া টিটু।
প্রধান মেহমান ছিলেন, শাহ আমানত হজ্ব কাফেলা পরিচালক ও পেরিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগ যুগ্ম আহবায়ক  আলহাজ্ব মাইন উদ্দিন মজুমদার।
খেলায় উদ্বোধক ছিলেন,ওমান প্রবাসী ব্যবসায়ী তুহিন মজুমদার তুরাগ।
উদ্বোধনী বক্তব্য রাখেন, চেহরিয়া শেখ রাসেল ক্রীড়া চক্র সভাপতি তারিক হাসান শাওন।
পেরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ নেতা আলমগীর হোসেন রাফির সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট সমাজসেবক মাস্টার আব্দুল আজিজ, উপজেলা যুবলীগ সদস্য মাস্টার ওবায়দুল্লাহ বাবলু, ইউনিয়ন যুবলীগ যুগ্ম আহবায়ক মোহাম্মদ মানিক হোসেন, সদস্য গাজী ফারুক, রায়কোট দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ রুবেল, পেরিয়া ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম পরাগ,  যুবলীগ নেতা আমান মজুমদার, শ্রীফলিয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ