মাঈন উদ্দিন দুলাল-
কুমিল্লার নাঙ্গলকোটের দৌলখাঁড় ইউনিয়নের মইদারকুয়া এলাকায় ট্রেডিং করর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) মালামাল বোঝাই একটি ব্যাটারী চালিত অটোরিক্সা সোমবার দুপুরে আটক করে স্থানীয়রা। পরে বিষয়টি উপজেলা প্রশাসন ও থানা পুলিশকে অবহিত করলে পুলিশ গিয়ে ওই মালামাল জব্দ করে। আটকৃত ওই অটোরিক্সা থেকে ১শ’ কেজি চাউল, ৬০ কেজি মশুর ডাল ও ২০লিটার সয়াবিন তৈল জব্দ করা হয়।
এব্যাপারে দৌলখাঁড় ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক আবুল হাসান মজুমদার ও মইদারকুয়া গ্রামের আতিকুর রহমান আক্তার ও রোমন মজুমদার বলেন, আমরা টিসিবি’র মালামাল বহনকারী গাড়ীটি যাওয়ার সময় সন্দেহ হওয়ায় আটক করি। আমরা জানতে পারি মালামাল গুলো পাশের সোনাচাকা গ্রামের একটি দোকানে বিক্রি করে দিয়েছে টিসিবি ডিলার মইদারকুয়া গ্রামের লোকমান হোসেন। পরে বিষয়টি আমরা উপজেলা প্রশাসন ও থানাকে অবহিত করি।
টিসিবি ডিলার লোকমান হোসেন বলেন, আমি গত কিছুদিন পূর্বে মৌকরা ইউনিয়নে মালামাল বিতরণের পর কার্ডধারী ১২জন গ্রাহক তাদের মালামাল না নেয়ায় মাল গুলো রয়ে যায়। পরে পিকআপ চালক মাল গুলো আমার বাড়িতে রেখে দেয়। আমি আজকে সোমবার সোনাচাকা গ্রামের একজন অটোরিক্সা চালককে দিয়ে মাল গুলো বিতরণের জন্য আবার মৌকরা ইউনিয়ন পরিষদে নেয়ার পথে আমার সাথে পূর্ব শত্রুতার জেরে তারা এ ঘটনা ঘটিয়েছে। আমি বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেছি।
নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার ইসমাইল হোসেন বলেন, ডিলারের দাবি মালামাল গুলো বিতরণ করার জন্য মৌকরা ইউনিয়ন পরিষদে পাঠানোর সময় তারা আটক করেছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।
প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী
নির্বাহী সম্পাদক-শফিকুর রহমান চৌধুরী (এম এ)
বার্তা সম্পাদক- মাঈন উদ্দিন দুলাল
সহ-সম্পাদক- মোহাম্মদ আল আমিন
অফিস : জোড্ডা বাজার,নাঙ্গলকোট,কুমিল্লা।
প্রধান সম্পাদক-০১৬০১৯২০৭১৩
নির্বাহী সম্পাদক-০১৯১১২৫৭৪৯৬
বার্তা সম্পাদক-০১৭১৬০২১১৪৫
ইমেল-nangalkottimes24@gmail.com