নাঙ্গলকোটে জামায়াতের নির্বাচনী কেন্দ্র পরিচালক সমাবেশ

প্রকাশিত: ১২:৪৬ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২৫

নাঙ্গলকোটে জামায়াতের নির্বাচনী কেন্দ্র পরিচালক সমাবেশ
কেফায়েত উল্লাহ মিয়াজী:

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভার আয়োজনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের কেন্দ্র পরিচালক, কেন্দ্র সদস্য সচিব ও কেন্দ্র  প্রধান পোলিং এজেন্ট সমাবেশ শুক্রবার রাতে নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারি কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা আমীর মাওলানা জামাল উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-১০ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মুহাম্মদ ইয়াছিন আরাফাত।

নাঙ্গলকোট পৌরসভা জামায়াত আমীর হারুনুর রশিদের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট ফোরাম সভাপতি ও ডরিন গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক ডক্টর দেলোয়ার হোসাইন, সিআইপি গোলাম কবির ভূঁইয়া, নাঙ্গলকোট উপজেলা জামায়াত নায়েবে আমীর মাওলানা এস এম মহি উদ্দিন, মাওলানা মুহাম্মদ ইউসুফ আলী, সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম হাছান, সহকারী সেক্রেটারি মাওলানা ইয়াছিন মজুমদার, ইসলামি ছাত্রশিবির কুমিল্লা দক্ষিণ জেলা সাবেক সভাপতি ইসরাইল মজুমদার, পৌরসভা জামায়াত সেক্রেটারি এডভোকেট আনোয়ার হোসেন, সহকারী সেক্রেটারি জোবায়ের উদ্দিন খন্দকার, কুমিল্লা দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ সহ সভাপতি আব্দুল করিম, নাঙ্গলকোট উপজেলা  শ্রমিক কল্যাণ সভাপতি ওমর ফারুক মিয়াজী, যুব বিভাগ সভাপতি মাওলানা আব্দুল হান্নান, তা’লিমুল কুরআন বিভাগ সভাপতি মাওলানা তোফাজ্জল হোসেন প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ