নাঙ্গলকোটে জামায়াতের গণমিছিলে বৃষ্টিতে ভিজে জনতার ঢল

প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২৫

নাঙ্গলকোটে জামায়াতের গণমিছিলে বৃষ্টিতে ভিজে জনতার ঢল

কেফায়েত উল্লাহ মিয়াজী :
জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভার আয়োজনে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে নাঙ্গলকোট এ আর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মিছিলটি শুরু করে গরুবাজার হয়ে নাঙ্গলকোট উপজেলা পরিষদ এলাকা ঘুরে খিলা সিএনজি স্ট্যান্ড হয়ে নাঙ্গলকোট সরকারি কলেজের প্রধান ফটক এলাকায় এসে সমাবেশে মিলিত হয়। গণমিছিলে বৃষ্টিতে ভিজে হাজার-হাজার জামায়াত-শিবির নেতাকর্মী অংশগ্রহণ করেন।

গণমিছিল পরবর্তী সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা আমির মাওলানা জামাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি ও কুমিল্লা ১০ সংসদীয় আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা মোহাম্মদ ইয়াসিন আরাফাত। অনুষ্ঠান সঞ্চালনা করেন জামায়াতে ইসলামী নাঙ্গলকোট পৌরসভা আমির হারুনুর রশিদ।

এসময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা নায়েবে আমির এস এম মহিউদ্দিন, মাওলানা ইউসুফ আলী, উপজেলা সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম হাসান, পৌরসভা সেক্রেটারি এডভোকেট আনোয়ার হোসেন, উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা মোহাম্মদ ইয়াসিন মজুমদার, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি ওমর ফারুক মিয়াজী, উপজেলা জামায়াত সাবেক আমির আব্দুল করিম প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ