নাঙ্গলকোটে জাতীয় সমবায় দিবস পালিত

প্রকাশিত: ১২:২৯ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২১

নাঙ্গলকোটে জাতীয় সমবায় দিবস পালিত

মাঈন উদ্দিন দুলাল-  বঙ্গবন্ধুর দর্শন সমবায়ের উন্নয়ন এই প্রতিপাদ্য নিয়ে কুমিল্লা নাঙ্গলকোট উপজেলা সমবায় অধিদপ্তরের আয়োজনে ৬ নভেম্বর শনিবার সকালে ৫০তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার লামইয়া সাইফুলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মেয়র আব্দুল মালেক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউছুফ ভূইয়া, যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ শাহজাহান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মোঃ জামাল হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রত্যাশা সমবায় সমিতির স্বত্ত্বাধিকারী ইব্রাহিম ভূইয়া, পেনোর‌্যমা সমবায় সমিতির স্বত্ত্বাধিকারী এম এ রহিম দুলাল, নতুন জীবন সমবায় সমিতির সদস্য আছমা আক্তার প্রমুখ । অনুষ্ঠান পরিচালনা করেন মাস্টার ওবায়েদুল্লাহ ।

 

Please follow and like us:

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ