নাঙ্গলকোটে জাতীয় ইমাম সমিতির মতবিনিময় সভা

প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২২

নাঙ্গলকোটে জাতীয় ইমাম সমিতির মতবিনিময় সভা

মাঈন উদ্দিন দুলাল-  জাতীয় ইমাম সমিতি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা শাখার উদ্যোগে নাঙ্গলকোট উপজেলা অডিটোরিয়ামে মঙ্গলবার সকালে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ইমাম সমিতি নাঙ্গলকোট উপজেলা শাখা সভাপতি আলহাজ্ব মাওলানা ছাদেকুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রায়হান মেহেবুব। অনুষ্ঠান শুরুতে নাঙ্গলকোট উপজেলা নবাগত নির্বাহী অফিসারকে ফুলেল শুভেচ্ছা জানান ইমাম সমিতি নেতৃবৃন্দ।
ইমাম সমিতি উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা শরীফ মোহাম্মদ বেলাল হোসেনের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মাওলানা জসিম উদ্দিন মজুমদার, সাধারণ সম্পাদক মুফতি অলি উল্লাহ, পেরিয়া ইউনিয়ন সভাপতি মাওলানা মিজানুর রহমান প্রমুখ। মতবিনিময় সভায় উপজেলার শতাধিক ইমাম ও খতিব উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন উপজেলা ইমাম সমিতি সভাপতি আলহাজ্ব মাওলানা ছাদেকুর রহমান।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ