নাঙ্গলকোটে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালী ও সমাবেশ

প্রকাশিত: ৩:১৯ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২৫

নাঙ্গলকোটে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালী ও সমাবেশ

মাঈন উদ্দিন দুলাল-
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লার নাঙ্গলকোটে বিশাল বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ বুধবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট খিলা সিএনজি স্ট্যান্ড থেকে র‌্যালিটি শুরু করে নাঙ্গলকোট উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-১০ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল গফুর ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট পৌরসভা বিএনপি আহবায়ক আনোয়ার হোসেন মুকুল, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মক্রবপুর ইউপি সাবেক চেয়ারম্যান মাজহারুল ইসলাম ছুপু, ছাত্রদলের আহবায়ক প্রত্যাশি শহীদুল ইসলাম, মাহফুজুর রহমান। সদস্য সচিব প্রত্যাশি মাসুদ আলম, ইমরান। উপজেলা ছাত্রদল নেতা ইব্রাহিম খলিল, রিয়াজ আল মামুন, পৌরসভা ছাত্রদল আহবায়ক প্রত্যাশী রাসেল, ইউনুস হাজারী, সদস্য সচিব প্রত্যাশী বেলাল হোসেন, রিয়াদ। কলেজ ছাত্রদল নেতা ফারুক, নুরুন নবীসহ বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Please follow and like us:

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ