মাঈন উদ্দিন দুলাল- নাঙ্গলকোটের চৌকুড়ী গ্রামের জাফানন্দী পাড়ায় জমি সংক্রান্ত বিরোধে সন্ত্রাসী হামলায় শতবর্ষী বৃদ্ধ-সহ ৪জন আহত হয়েছে। হামলায় আহতরা হলেন, ওই গ্রামের শফিকুর রহমান পাটোয়ারী (৯৮), তার ছেলে কাতার প্রবাসী সাইফুদ্দিন পাটোয়ারী (৪২), তার স্ত্রী নূরজাহান (২৮), ফরহাদ উদ্দিন পাটোয়ারীর স্ত্রী সুমাইয়া সুলতানা জিসান (২১)। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে একই গ্রামের রফিকুল ইসলাম পাটোয়ারী, তার ছেলে মোবারক হোসেন পাটোয়ারী মাসুম, মোজাম্মেল হক পাটোয়ারী মাসুদ’সহ ৫-৬জন সন্ত্রাসী তাদেরকে কুপিয়ে পিটিয়ে গুরুত আহত করে। মূমুর্ষ অবস্থায় আহতদের স্থানীয়রা উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কম্েপ্লক্সে ভর্তি করে। আহতদের মধ্যে বৃদ্ধ শফিকুর রহমান ও তার ছেলে সাইফুদ্দিন পাটোয়ারীর অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
আহত বৃদ্ধ শফিকুর রহমান পাটোয়ারীর ছেলে স্থানীয় চৌকুড়ী উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক নাজিম উদ্দিন পাটোয়ারী বলেন, আমার চাচা রফিকুল ইসলাম পাটোয়ারী ও তার ৪ছেলে সবসময় আমাদের জমি জোর পূর্বক দখল করার চেষ্টা করে আসছে। বৃহস্পতিবার সকালে কাতার প্রবাসী আমার ছোট ভাই সাইফুদ্দিন পাটোয়ারীর নিমার্ণাধীন দালান ঘরের কাজে বাধা দেয়া আমার চাচা ও তার ছেলেরা। তাদের সাথে আমার বৃদ্ধ পিতা শফিকুর রহমান পাটোয়ারী ও ছোট ভাই সাইফুদ্দিন কথা বলতে গেলে আমার চাচা রফিকুল ইসলাম, তার ছেলেরা ও বহিরাগত কয়েকজন সন্ত্রাসী-সহ তাদের উপর অতর্কিত হামলা করে। এসময় তাদের আত্মচিৎকারে আমার ভাইয়ের স্ত্রী নূরজাহান ও সুমাইয়া সুলতানা জিসান এগিয়ে গেলে সন্ত্রাসীরা তাদের উপরও হামলা চালায়। হামলাকারীরা আমার বৃদ্ধ বাবার শরীরের কোন স্থান বাদ রাখেনি তাঁকে পুরো শরীরে পিটিয়েছে এবং আমার ছোট ভাই সাইফুদ্দিনের মাথা পাটিয়ে দিয়েছে। আমি প্রশাসনের কাছে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় নিয়ে শাস্তির দাবি জানাই।
অভিযুক্তদের বাড়িতে গিয়ে কাউকে না পাওয়ায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী বলেন, অভিযোগ পেয়েছি, ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে।
প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী
নির্বাহী সম্পাদক-শফিকুর রহমান চৌধুরী (এম এ)
বার্তা সম্পাদক- মাঈন উদ্দিন দুলাল
সহ-সম্পাদক- মোহাম্মদ আল আমিন
অফিস : জোড্ডা বাজার,নাঙ্গলকোট,কুমিল্লা।
প্রধান সম্পাদক-০১৬০১৯২০৭১৩
নির্বাহী সম্পাদক-০১৯১১২৫৭৪৯৬
বার্তা সম্পাদক-০১৭১৬০২১১৪৫
ইমেল-nangalkottimes24@gmail.com