নাঙ্গলকোটে জতুন বাংলাদেশের নতুন শোরুম উদ্বোধন

প্রকাশিত: ২:১২ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২৫

নাঙ্গলকোটে জতুন বাংলাদেশের নতুন শোরুম উদ্বোধন
কেফায়েত উল্লাহ মিয়াজী:
কুমিল্লার নাঙ্গলকোট পশ্চিম বাজারের খিলা সিএনজি স্টেশন সংলগ্ন হাবিব ম্যানশনে জতুন বাংলাদেশ এর রিটেইল কনসেপ্ট শোরুমের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে ফিতা ও কেক কেটে শোরুমটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। নাঙ্গলকোটে জতুনের পরিবেশক মেসার্স অনিক ট্রেডার্স। গ্রাহকদের রং কেনার অভিজ্ঞতা বদলে দেওয়ার মিশনের ধারাবাহিকতায় এটি  জতুনের সর্বশেষ সংযোজন। জতুন হলো একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত রং ও কোটিংস নির্মাতা প্রতিষ্ঠান, যার প্রধান কার্যালয় নরওয়েতে।
জতুন বিশ্বের ১শ’টির বেশি দেশে সুনামের সাথে ব্যবসা করে যাচ্ছে। জতুনের রয়েছে আধুনিক মাল্টি কালার প্রিন্টিং সিস্টেম, যার মাধ্যমে হাজার-হাজার কালার এর মধ্যে গ্রাহক তার পছন্দের কালার বেছে নিতে পারবে।বিশ্বের শীর্ষ ২০টি সবচেয়ে উঁচু  ভবনের মধ্যে ১৪ টিতেই জতুনের রং ব্যবহার করা হয়েছে।
জতুন নাঙ্গলকোট শোরুম উদ্বোধনী অনুষ্ঠানে মেসার্স অনিক ট্রেডার্স স্বত্বাধিকারী অনিক আহমেদ ভূঁইয়া লিটনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর মিস্টার সানি।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জতুন বাংলাদেশ হেড অফ সেলস তারিকুল ইসলাম, সিনিয়র রিটেইল ম্যানেজার সিকদার সাহিনুর রহমান, ব্যবসায়ী ও রাজনীতিবিদ আনোয়ার হোসেন মুকুল, ইসলাম টাইলস স্বত্বাধিকারী ও রাজনীতিবিদ মনিরুল ইসলাম মনির, সমাজ সেবক নূরুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে প্রকৌশলী, সাংবাদিক, শিক্ষক-সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ