মাঈন উদ্দিন দুলাল- নাঙ্গলকোট পৌরসভার কেন্দ্রা গ্রামে আব্দুল জলিলের ঘরে ঢুকে তার মেয়ে নববধূ ও গোত্রশাল উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ঝর্ণা আক্তারকে কুপিয়ে হত্যায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের দাবিতে বুধবার বিকেলে পৌরসদরের গোত্রশাল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের আয়োজনে লোটাস চত্বরে মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, গোত্রশাল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল লতিফ, রাজু আহম্মেদ, মাহাবুবা আক্তারসহ শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
জানা যায়, নাঙ্গলকোট পৌরসভার কেন্দ্রা গ্রামে গত ১১ নভেম্বর শনিবার সন্ধ্যায় আব্দুল জলিলের ঘরে ঢুকে তার মেয়ে নববধূ ঝর্ণা আক্তারকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পরবর্তীতে পাশের ঘরের জয়নাল আবেদীনের স্ত্রী ঘরের ভিতরে মারামারির শব্দ শুনে দোকানে গিয়ে ঝর্ণার পিতা আব্দুল জলিলকে খবর দিলে তিনি এসে দেখেন তার মেয়ের মাথার রক্ত ও মগজে ঘর ভেসে গেছে। এ সময় পিতার শোরচিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। মৃত্যুর ১৭ দিন পূর্বে আপন ফুফাতো ভাইয়ের সাথে মোবাইল ফোনে বিয়ে হয় নিহত ঝর্ণার । গত কয়েকদিন পূর্বে ঝর্ণার মোবাইল চুরি হয়, এনিয়ে ঝর্ণার ভাবি ও পাশের বাড়ির বান্ধবীর সাথে ঝগড়া হয়। হত্যাকান্ডের ঘটনায় পিতা আব্দুল জলিল থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে। এ মামলায় পুলিশ ঝর্ণার বড় ভাইয়ের স্ত্রী ফুলনাহার আক্তার কলিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।
প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী
নির্বাহী সম্পাদক-শফিকুর রহমান চৌধুরী (এম এ)
বার্তা সম্পাদক- মাঈন উদ্দিন দুলাল
সহ-সম্পাদক- মোহাম্মদ আল আমিন
অফিস : জোড্ডা বাজার,নাঙ্গলকোট,কুমিল্লা।
প্রধান সম্পাদক-০১৬০১৯২০৭১৩
নির্বাহী সম্পাদক-০১৯১১২৫৭৪৯৬
বার্তা সম্পাদক-০১৭১৬০২১১৪৫
ইমেল-nangalkottimes24@gmail.com