মাঈন উদ্দিন দুলাল- নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউনিয়নের খোশারপাড়া গ্রামে হাজী সিদ্দীকের গাছের ঢাল কাটতে গিয়ে পাশ্ববর্তী ভুলুয়াপাড়া গ্রামের আব্দুর রহিম (৬০) ঘটনাস্থলে মৃত্যু বরণ করেন। ঘটনাটি ঘটে শনিবার দুপুরে খোশারপাড়া গ্রামে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ভুলুয়াপাড়া গ্রামের মৃত বন্দেআলীর পুত্র আব্দুর রহিম খোশারপাড়া গ্রামের হাজী সিদ্দীকের কাঠগাছের ঢাল কাটতে গিয়ে গাছ থেকে পড়ে ঘটনাস্থলে মারা যায়। পরে হাজী সিদ্দীকের লোকজন তাকে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করে।
নিহতের স্ত্রী মুর্শিদা বেগম বলেন, আমার স্বামী গত দু’দিন হাজী সিদ্দীকের কাজ করেছিল, শনিবার সে পাওনা টাকার জন্য হাজী সিদ্দীকের বাড়িতে গেলে তাকে পিটিয়ে হত্যা করে।
নাঙ্গলকোট থানার উপ-পরিদর্শক পলাশ বড়–য়া বলেন, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে রিপোর্ট পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী
নির্বাহী সম্পাদক-শফিকুর রহমান চৌধুরী (এম এ)
বার্তা সম্পাদক- মাঈন উদ্দিন দুলাল
সহ-সম্পাদক- মোহাম্মদ আল আমিন
অফিস : জোড্ডা বাজার,নাঙ্গলকোট,কুমিল্লা।
প্রধান সম্পাদক-০১৬০১৯২০৭১৩
নির্বাহী সম্পাদক-০১৯১১২৫৭৪৯৬
বার্তা সম্পাদক-০১৭১৬০২১১৪৫
ইমেল-nangalkottimes24@gmail.com