নাঙ্গলকোটে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ১:৪২ অপরাহ্ণ, মে ১৯, ২০২৫

নাঙ্গলকোটে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
কেফায়েত উল্লাহ মিয়াজী:  নাঙ্গলকোটে নারকেল গাছের ডাল কাটতে গিয়ে পল্লী বিদ্যুৎ এর মেইন লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খোকন মিয়া (৫৫) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার উপজেলার মৌকরা ইউনিয়নের তিলিপ সিনিয়র মাদ্রাসার পূর্ব পাশে স্থানীয় ফজলুল হকের গাছের ডাল কাটতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। খোকন মিয়া নাঙ্গলকোট পৌরসভার মান্দ্রা গ্রামের আলি মিয়ার ছেলে। তিনি ৫ সন্তানের জনক ও পেশায় একজন গাছি বলে জানা গেছে।

‎স্থানীয় সুত্রে জানা যায়, সোমবার সকাল থেকে শ্রমিক খোকন মিয়া তিলিপ গ্রামের ফজলুল হকের ৬টি গাছের ডাল কাটেন। বেলা সাড়ে ১২টার দিকে নারকেল গাছে উঠলে গাছের পাশে থাকা বৈদ্যুতিক তারে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলে তার মৃত্যু হয়ে লাশ গাছের উপর ঝুলতে থাকে। পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবায়  ফোন করলে লাকসাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে গাছের উপর থেকে লাশ উদ্ধার করে।

‎লাকসাম ফায়ার সার্ভিস ওয়ারেন্ট অফিসার মনজুরুল ইসলাম বলেন, খবর পেয়ে আমাদের টীম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে স্থানীয় পৌর কাউন্সিলর জামাল হোসেন সোহাগের নিকট হস্তান্তর করে।

‎নাঙ্গলকোট থানা অফিসর ইনচার্জ এ কে ফজলুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ