কেফায়েত উল্লাহ মিয়াজী :
বৃক্ষপ্রাণে প্রকৃতি-প্রতিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ এই প্রতিপাদ্যে ইসলামী ব্যাংক কুমিল্লার নাঙ্গলকোট শাখার পল্লী উন্নয়ণ প্রকল্পের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। সারা দেশের ন্যায় বুধবার ইসলামী ব্যাংক নাঙ্গলকোট শাখা মিলনায়তনে বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসেবে ব্যাংকের ক্ষুদ্র ঋণ গ্রহিতাদের মাঝে ফলদ, বনজ ও ঔষধি ১ হাজার ৬০০ গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড নাঙ্গলকোট শাখা আরডিএস ইনচার্জ নূর মোহাম্মদ।
ইসলামী ব্যাংক নাঙ্গলকোট শাখা ব্যবস্থাপক আবু নাইমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার রায়হান মেহেবুব।
নাঙ্গলকোট শাখা ব্যবস্থাপক অপারেশন হোসাইন সরওয়ার্দীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নাঙ্গলকোট আফসারুল উলুম কামিল মাদরাসা অধ্যক্ষ মাওলানা আব্দুল হান্নান, নাঙ্গলকোট কারিগরি বানিজ্য কলেজ অধ্যক্ষ সায়েম মাহবুব, ধাতিশ্বর আহম্মেদ দেলোয়ারা স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ সাইফুল ইসলাম ফিরোজ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের নাঙ্গলকোট শাখা সিনিয়র অফিসার মামুনুর রশিদ, ফয়সাল আহমেদ ভূঁইয়া প্রমুখ।
অনুষ্ঠান শেষে ব্যাংকের ক্ষুদ্র ঋণ গ্রহিতাদের হাতে গাছের চারা তুলে দেন অতিথি বৃন্দ।
Please follow and like us: