মাঈন উদ্দিন দুলাল-
কুমিল্লার নাঙ্গলকোটের ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা, প্রাক্তন কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ শুক্রবার দিন ব্যাপী স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা পরিষদ চেয়ারম্যান সামছু উদ্দিন কালু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইসলামপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শহীদুল্লাহ মজুমদার স্বপন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা শিক্ষা বোর্ড উপ-সচিব এ.কে.এম সাহাব উদ্দিন, সাবেক বিমান বাহিনী কর্মকর্তা নুরুল হক খান খোকন, নাঙ্গলকোট প্রেসক্লাব সিনিয়র সহ-সভাপতি মাঈন উদ্দিন দুলাল, সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ মিয়াজী, সদস্য সাইফুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন নাঙ্গলকোট পৌরসভা প্যানেল মেয়র সাদেক হোসেন।
স্কুল সহকারী শিক্ষক সোহরাব হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন ইসলামপুর উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার ডাক্তার কলিম উল্লাহ, সন্দ্বীপ সরকারি কলেজ প্রভাষক সাইফুল ইসলাম স্বপ্নীল, ইঞ্জিনিয়ার হায়াতুন নবী, মোজাম্মেল হক, ইকবাল হোসেন, নাসরুল হক জাহিদ, ডেন্টিস্ট নাছির উদ্দিন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা নাজিম উদ্দিন, সমাজ সেবক আব্দুল মমিন, প্রবাসী আমিনুল ইসলাম মানিক, ডাক্তার মনির হোসেন, সমাজ সেবক তাজুল ইসলাম, ব্যবসায়ী সাইফুল ইসলাম, মোহাম্মদ ইয়াছিন, আব্দুল করিম প্রমুখ।
অনুষ্ঠান শেষে স্কুলের প্রাক্তন কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট ও বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দ।
প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী
নির্বাহী সম্পাদক-শফিকুর রহমান চৌধুরী (এম এ)
বার্তা সম্পাদক- মাঈন উদ্দিন দুলাল
সহ-সম্পাদক- মোহাম্মদ আল আমিন
অফিস : জোড্ডা বাজার,নাঙ্গলকোট,কুমিল্লা।
প্রধান সম্পাদক-০১৬০১৯২০৭১৩
নির্বাহী সম্পাদক-০১৯১১২৫৭৪৯৬
বার্তা সম্পাদক-০১৭১৬০২১১৪৫
ইমেল-nangalkottimes24@gmail.com