নাঙ্গলকোটে কমিউনিটি পুলিশিং ডে পালিত

প্রকাশিত: ১১:৪৫ পূর্বাহ্ণ, অক্টোবর ৩০, ২০২১

নাঙ্গলকোটে কমিউনিটি পুলিশিং ডে পালিত

মাঈন উদ্দিন দুলাল- মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি এ স্লোগানে কুমিল্লার নাঙ্গলকোট থানার উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে শনিবার নাঙ্গলকোট র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট থানা তদন্ত কর্মকর্তা রকিবুল ইসলামের সভাপতিত্বে কমিউনিটি পুলিশিং কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মক্রবপুর ইউনিয়ন চেয়ারম্যান গোলাম মর্তুজা চৌধুরী মুকুল।
নাঙ্গলকোট থানা উপ পরিদর্শক ইয়ামিন সুমনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কমিউনিটি পুলিশিং নাঙ্গলকোট থানা সাধারণ সম্পাদক প্যানেল মেয়র সাদেক হোসেন, পৌর কাউন্সিলর সাখাওয়াত হোসেন সুমন, কমিউনিটি পুলিশিং নাঙ্গলকোট থানা যুগ্ন সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, আওয়ামীলীগ নেতা দুধু মিয়া মজুমদার প্রমুখ।
এর আগে দিবসটি উপলক্ষ্যে নাঙ্গলকোট উপজেলা গেইট থেকে বর্ণাঢ্য র‌্যালি শুরু করে বিভিন্ন সড়ক পদক্ষিণ শেষে থানায় এসে শেষ হয়।

 

Please follow and like us:

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ