নাঙ্গলকোটে এসএসসি/দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

প্রকাশিত: ১:৩৫ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২৫

নাঙ্গলকোটে এসএসসি/দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

মাঈন উদ্দিন দুলাল – নাঙ্গলকোট উপজেলার আলহাজ্ব আব্দুল গফুর ভূঁইয়া কলেজের উদ্যেগে এসএসসি/দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শনিবার সকালে কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। কলেজ অধ্যক্ষ  কাজী রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির সভাপতি, কলেজ প্রতিষ্ঠাতা সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল গফুর ভূঁইয়া।কলেজের জেষ্ঠ্য প্রভাষক আবুল বশরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার আল আমিন সরকার,সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চাকমা,মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইউনুছ,শাকতলী উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি শোয়েব খন্দকার।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, ওয়ালী -উল-আজম,শীকাম্ত চন্দ্র দাস,নাঙ্গলকোট সরকারি কলেজের প্রভাষক জসিম উদদীন, বক্সগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক নুরুল ইসলাম মিলন,চডিয়া আলিম মাদ্রাসা অধ্যক্ষ কলিম উল্লাহ, জুনায়েদ বাগদাদি,কবি নজরুল একাডেমি প্রধান শিক্ষক জামাল উদ্দিন প্রমুখ

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি সফল শিক্ষার্থীদের ভবিষ্যতে আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে উৎসাহিত করেন এবং পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার পরামর্শ দেন। এছাড়া অতিথিরা শিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষ কৃতি শিক্ষার্থীদের মাঝে অতিথি বৃন্দ ক্রেস্ট ও সনদ বিতরণ করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ