মাঈন উদ্দিন দুলাল- নাঙ্গলকোট উপজেলায় শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন কুলসুম আক্তার। তিনি উপজেলা সদরের নাঙ্গলকোট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ইং উপলক্ষে তিনি উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠত্ব মর্যাদায় নির্বাচিত হয়েছেন। তার একান্ত নিষ্ঠা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের ফসল হিসেবে এবার উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন। শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হওয়ায় অনুভূতি ব্যক্ত করে কুলসুম আক্তার বলেন এ সাফল্য আমার একার না এ সাফল্য আমার পরিবারের এবং নাঙ্গলকোট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের । তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন তার বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকার প্রতি, মডেল প্রাথমিক শিক্ষা পরিবারের প্রতি ও যাচাই-বাছাই কমিটিসহ শুভাকাঙ্খিদের প্রতি। তিনি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবিরসহ পরিচালনা কমিটির সদস্যদের প্রতি। কুলসুম আক্তার কাব স্কাউটস গ্রুপের ইউনিট লিডারের দায়িত্ব পালন করেন।
২০২২ সালে কাব স্কাউটসে শ্রেষ্ঠত্ব অর্জন করেন। জাতীয় কাব ক্যাম্পুরিতে অংশ গ্রহণ করেন। শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ড কাপ টুর্নামেন্টের টিম ম্যানেজার হিসাবে দায়িত্ব পালন করেন। এছাড়া শিক্ষার্থীদের সাথে দৈনিক সমাবেশে অংশ গ্রহণ, ডিজিটাল মাল্টিমিডিয়া পদ্ধতিতে পাঠদান, চারুকারু ট্রেইনার, হোম ভিজিট, বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা, বিভিন্ন জাতীয় দিবসে আনন্দ র্যালীতে অংশ গ্রহণ করেন। তিনি সহকারী শিক্ষক হিসাবে অত্যান্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। বিদ্যালয়ের সার্বিক কাজে সহযোগিতা করেন এবং শিক্ষার মান উন্নয়নে তার কর্ম-দক্ষতা দিয়ে যথাসাধ্য চেষ্টা করেন।
প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী
নির্বাহী সম্পাদক-শফিকুর রহমান চৌধুরী (এম এ)
বার্তা সম্পাদক- মাঈন উদ্দিন দুলাল
সহ-সম্পাদক- মোহাম্মদ আল আমিন
অফিস : জোড্ডা বাজার,নাঙ্গলকোট,কুমিল্লা।
প্রধান সম্পাদক-০১৬০১৯২০৭১৩
নির্বাহী সম্পাদক-০১৯১১২৫৭৪৯৬
বার্তা সম্পাদক-০১৭১৬০২১১৪৫
ইমেল-nangalkottimes24@gmail.com