কেফায়েত উল্লাহ মিয়াজী :
নাঙ্গলকোটের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার লামইয়া সাইফুলের বদলি জনিত বিদায়ী সংবর্ধনা বুধবার বিকেলে উপজেলা পরিষদ সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে। ঢালুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজমুল হাছান ভূঁইয়া বাছিরের সভাপতিত্বে বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সামছু উদ্দিন কালু। অনুষ্ঠানে বিদায়ী বক্তব্য রাখেন বিদায়ী অতিথি লামইয়া সাইফুল।
মৌকরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফ উদ্দিন আলমগীরের সঞ্চালনায় বিদায়ী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট পৌর মেয়র আব্দুল মালেক, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউসুফ ভূঁইয়া, উপজেলা সহকারী কমিশনার ভূমি আশ্রাফুল হক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বিজয় কুমার হালদার, রায়কোট দক্ষিণ ইউপি চেয়ারম্যান মজিবুর রাহমান, বটতলী ইউপি চেয়ারম্যান এন.কে.এম সিরাজুল আলম, হেসাখাল ইউপি চেয়ারম্যান ইকবাল বাহার মজুমদার।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, পেরিয়া ইউপি চেয়ারম্যান এম.এ হামিদ, আদ্রা দক্ষিণ চেয়ারম্যান আব্দুল ওহাব, মক্রবপুর ইউপি চেয়াম্যান গোলাম মর্তুজা চৌধুরী মুকুল, দৌলখাঁড় ইউপি চেয়ারম্যান আবুল কালাম ভূঁইয়া প্রমুখ।
অনুষ্ঠান শেষে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের পক্ষ থেকে বিদায়ী অতিথি উপজেলা নির্বাহী অফিসার লামইয়া সাইফুলকে ক্রেস্ট প্রদান করেন অতিথি বৃন্দ।
প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী
নির্বাহী সম্পাদক-শফিকুর রহমান চৌধুরী (এম এ)
বার্তা সম্পাদক- মাঈন উদ্দিন দুলাল
সহ-সম্পাদক- মোহাম্মদ আল আমিন
অফিস : জোড্ডা বাজার,নাঙ্গলকোট,কুমিল্লা।
প্রধান সম্পাদক-০১৬০১৯২০৭১৩
নির্বাহী সম্পাদক-০১৯১১২৫৭৪৯৬
বার্তা সম্পাদক-০১৭১৬০২১১৪৫
ইমেল-nangalkottimes24@gmail.com