মাঈন উদ্দিন দুলাল-
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা সম্মেলন শুক্রবার উপজেলা কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ইসলামী আন্দোলন নাঙ্গলকোট উপজেলা সভাপতি কে এম মহি উদ্দিন আল আজাদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি হাফেজ মাওলানা নুরু উদ্দিন হামিদী। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ইসলামী আন্দোলন কুমিল্লা দক্ষিণ জেলা সহ-সভাপতি সালাহুদ্দীন শিহাব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ইসলামী আন্দোলন নাঙ্গলকোট উপজেলা সভাপতি মাওলানা রশিদ আহম্মদ, সেক্রেটারি ইসমাইল বিন কাশেম ও ইসলামী আন্দোলন নাঙ্গলকোট উপজেলা শাখার সাবেক সভাপতিগণ ও যুব আন্দোলনের উপজেলা দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নাঙ্গলকোট উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে মোহাম্মদ রাসেল হামিদকে সভাপতি, রাশেদুল ইসলাম সহ-সভাপতি ও আতিকুর রহমান সেক্রেটারি নির্বাচিত করা হয়। নতুন নেতৃবৃন্দকে শপথ পাঠ করান সম্মেলনের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি হাফেজ মাওলানা নুরু উদ্দিন হামিদী।
প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী
নির্বাহী সম্পাদক-শফিকুর রহমান চৌধুরী (এম এ)
বার্তা সম্পাদক- মাঈন উদ্দিন দুলাল
সহ-সম্পাদক- মোহাম্মদ আল আমিন
অফিস : জোড্ডা বাজার,নাঙ্গলকোট,কুমিল্লা।
প্রধান সম্পাদক-০১৬০১৯২০৭১৩
নির্বাহী সম্পাদক-০১৯১১২৫৭৪৯৬
বার্তা সম্পাদক-০১৭১৬০২১১৪৫
ইমেল-nangalkottimes24@gmail.com