নাঙ্গলকোটে ইসরা ইসলামিক সাইন্স এন্ড রিসার্চ একাডেমি আল হিকমাহ’র শুভ উদ্বোধন

প্রকাশিত: ৩:২৭ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২৫

নাঙ্গলকোটে ইসরা ইসলামিক সাইন্স এন্ড রিসার্চ একাডেমি আল হিকমাহ’র শুভ উদ্বোধন
কেফায়েত উল্লাহ মিয়াজী:
কুমিল্লার নাঙ্গলকোটের রায়কোটে “ইসরা” ইসলামিক সাইন্স এন্ড রিসার্চ একাডেমি আল হিকমাহ’র শুভ উদ্বোধন উপলক্ষে তাফসীরুল কোরআন মাহফিল বুধবার মাহিনী-বাঙ্গড্ডা সড়ক সংলগ্ন ইসরা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
ইসরা গ্রুপ চেয়ারম্যান ইসরাফিল হাজারীর সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-১০ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী, ইসলামী ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি ইয়াছিন আরাফাত।
মাহফিলের প্রধান মুফাসসির ছিলেন মাওলানা কারী আব্দুল্লাহ আল আমিন। বিশেষ মুফাসসির ছিলেন মাওলানা জাফর আহমেদ মজুমদার, মাওলানা আব্দুল কাইয়ুম মজুমদার।
মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা আমির মাওলানা মোহাম্মদ জামাল উদ্দিন, ইসরা আল হিকমাহ  অ্যাক্টিং চেয়ারম্যান মামুনুর রশীদ।
মাহফিল সঞ্চালনা করেন মাওলানা আফজাল হোসাইন মিয়াজী ও ইসরা আল হিকমাহ ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহফুজ আজিম।
মাহফিলে উপস্থিত ছিলেন ইসরা আল হিকমাহ কো-ফাউন্ডার মাওলানা নজির আহমেদ হাজারী, মাওলানা জহিরুল ইসলাম মজুমদার শরীফী, মনসুর আলম মানিক, সাইফুল ইসলাম, এরশাদ উল্লাহ সোহেল, মাসুম বিল্লাহ, শরীফ উল্লাহ ভূইয়া, ফরহাদ হোসেন, নাজমুল মোল্লা প্রমূখ।
 এই মাহফিলের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে ইসরা আল হিকমাহের শুভ উদ্বোধন হয়। শিক্ষা প্রতিষ্ঠানটি জাতীয় শিক্ষানীতির পাশাপাশি নিজেস্ব সিলিবাস “ইসলামিক শিক্ষা, মর্ডান সাইন্স” করে নতুন বাংলাদেশ বিনির্মানে কাজ করার প্রত্যয় ঘোষণা করেন।
Please follow and like us:

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ