নাঙ্গলকোটে আশ্রয়কেন্দ্রে সদ্য ভূমিষ্ঠ শিশুকে জামায়াতের উপহার প্রদান

প্রকাশিত: ৯:১০ পূর্বাহ্ণ, আগস্ট ৩১, ২০২৪

নাঙ্গলকোটে আশ্রয়কেন্দ্রে সদ্য ভূমিষ্ঠ শিশুকে জামায়াতের উপহার প্রদান

কেফায়েত উল্লাহ মিয়াজী :
বন্যায় ঘরবাড়ি ডুবে যাওয়ায় প্রসূতি ফারজানা বেগম পরিবার-সহ আশ্রয় নেন কুমিল্লার নাঙ্গলকোটের রায়কোট সরকারি প্রাথমিক বিদ্যালয় অস্থায়ী আশ্রয়কেন্দ্রে। সেখানে বুধবার রাতে গৃহবধূ ফারজানা আক্তার কন্যা সন্তান প্রসব করেন। ফারজানা আক্তর রায়কোট গ্রামের তাজুল ইসলামের মেয়ে ও পাশ্ববর্তী চৌদ্দগ্রাম উপজেলার ধনুসারা গ্রামের মহিন মিয়ার স্ত্রী। আশ্রয়কেন্দ্রে ভূমিষ্ঠ শিশুটিকে শুক্রবার সন্ধ্যায় দেখতে এসে নগদ অর্থ ও উপহার প্রদান করেন জামায়াতের প্রতিনিধি দল।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, ইসলামী ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি ও কুমিল্লা-১০ (নাঙ্গলকোট,লালমাই,সদর দক্ষিন) উন্নয়ন পরিষদ চেয়ারম্যান মাওলানা ইয়াছিন আরাফাত। নাঙ্গলকোট উপজেলা নায়েবে আমীর মাওলানা ইউসুফ আলী, রায়কোট উত্তর ইউনিয়ন আমির মাওলানা আব্দুল মান্নান, সেক্রেটারি মাওলানা আবুল হাশেম মোল্লা, ইসলামী ছাত্রশিবির নাঙ্গলকোট উপজেলা সদর সভাপতি আবু তৈয়ব তাহমিদ, উপজেলা উত্তর সভাপতি নেছার উদ্দিন ভূইয়া, সেক্রেটারি রাকিবুল হাসান, অফিস সম্পাদক এমদাদুল হক মনির, ই¯্রাফিল হাজারী প্রমুখ।

Please follow and like us:

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ