মাঈন উদ্দিন দুলাল- নাঙ্গলকোট পৌরসভা নির্বাচনে দ্বিতীয় বারের মতো আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি বর্তমান মেয়র আব্দুল মালেক। শনিবার বাংলাদেশ আওয়ামী লীগ সংসদীয় মনোনয়ন বোর্ড এবং স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বর্তমান মেয়র আব্দুল মালেককে দ্বিতীয় বারের মতো নাঙ্গলকোট পৌরসভায় বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেয়া হয়েছে। নাঙ্গলকোট পৌরসভা নির্বাচনে ৮ জন প্রার্থী আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ার আশায় দীর্ঘদিন এলাকায় ব্যাপক শোডাউন, সভা, সমাবেশ করেছে।
মেয়র আব্দুল মালেক বলেন, আমি কৃতজ্ঞতা জানাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে। গত ৫ বছর আমি মেয়র হিসেবে পৌরসভার সাধারণ জনগণের ভালোবাসা অর্জন করেছি, আমি তাদের কাছেও কৃতজ্ঞ। ইনশাআল্লাহ জনগণ আমাকে বিপুল ভোটের মাধ্যমে আবারও জয়ী করবেন। আমি নাঙ্গলকোট পৌরসভাকে একটি দৃষ্টি নন্দন পৌরসভা হিসেবে গড়ে তোলার চেষ্টা করেছি। পৌরবাসীর সকল নাগরিক সুবিধা নিশ্চিত করেছি। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর আস্থা ও বিশ্বাস রয়েছে বলেই পুনরায় আমাকে মনোনয়ন দিয়েছেন।
আগামী ১১ই এপ্রিল নাঙ্গলকোট পৌরসভার সাধারণ নির্বাচন ইভিএমে অনুষ্ঠিত হবে।
প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী
নির্বাহী সম্পাদক-শফিকুর রহমান চৌধুরী (এম এ)
বার্তা সম্পাদক- মাঈন উদ্দিন দুলাল
সহ-সম্পাদক- মোহাম্মদ আল আমিন
অফিস : জোড্ডা বাজার,নাঙ্গলকোট,কুমিল্লা।
প্রধান সম্পাদক-০১৬০১৯২০৭১৩
নির্বাহী সম্পাদক-০১৯১১২৫৭৪৯৬
বার্তা সম্পাদক-০১৭১৬০২১১৪৫
ইমেল-nangalkottimes24@gmail.com