নাঙ্গলকোটে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

প্রকাশিত: ১২:২৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২৩

নাঙ্গলকোটে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

মাঈন উদ্দিন দুলাল-
উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ এই স্লোগানে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে শনিবার সকালে দুর্নীতি রিরোধী দিবস পালিত হয়। দিবসটি পালন উপলক্ষ্যে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক চাঁন মিয়া সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রায়হান মেহেবুব।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও নাঙ্গলকোট প্রেসক্লাব সিনিয়র সহ-সভাপতি মাঈন উদ্দিন দুলালের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী, মেয়র আব্দুল মালেক, উপজেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন, জেলা পরিষদ সদস্য নাছরিন আক্তার মুন্নি, যুব উন্নয়ন কর্মকর্তা শাহজাহান, জোড্ডা বাজার পাবলিক উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক কেফায়েত উল্লাহ।
বক্তব্য রাখেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সহ-সভাপতি আব্দুল মান্নান, সদস্য মূসা কলিম উল্লাহ, গিয়াস উদ্দিন, ভূঁইয়া মোহাম্মদ আবুল কাশেম, নিজাম উদ্দিন প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ