মাঈন উদ্দিন দুলাল- শ্রদ্ধাচারেই পুনরুদ্ধার এ স্লোগানে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বৃহস্পতিবার আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে জাতীয় ও দুদকের পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন, ফেস্টুন, বেলুন উড়ানো, দিবসের উদ্বোধন ঘোষণা, মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা নির্বাহী অফিস কার্যালয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ কাজী রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার লামইয়া সাইফুল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ ফারুক হোসেন, কৃষি অফিসার জাহিদুল ইসলাম, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মাওলানা সাদেকুর রহমান, সহ-সভাপতি চাঁন মিয়া সরকার, সদস্য গিয়াস উদ্দিন, মুসা কলিমুল্লাহ, গাজী মিজানুর রহমান, নিজাম উদ্দিন মজুমদার প্রমুখ।
প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী
নির্বাহী সম্পাদক-শফিকুর রহমান চৌধুরী (এম এ)
বার্তা সম্পাদক- মাঈন উদ্দিন দুলাল
সহ-সম্পাদক- মোহাম্মদ আল আমিন
অফিস : জোড্ডা বাজার,নাঙ্গলকোট,কুমিল্লা।
প্রধান সম্পাদক-০১৬০১৯২০৭১৩
নির্বাহী সম্পাদক-০১৯১১২৫৭৪৯৬
বার্তা সম্পাদক-০১৭১৬০২১১৪৫
ইমেল-nangalkottimes24@gmail.com