নাঙ্গলকোটে আনোয়ার ভূঁইয়া ফুটবল একাডেমির ডাবল এলইডি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

প্রকাশিত: ৮:৩২ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২৫

নাঙ্গলকোটে আনোয়ার ভূঁইয়া ফুটবল একাডেমির ডাবল এলইডি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত
কেফায়েত উল্লাহ মিয়াজী: 
কুমিল্লার নাঙ্গলকোটে আনোয়ার ভূঁইয়া ফুটবল একাডেমির উদ্যোগে ডাবল এলইডি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা বৃহস্পতিবার বিকালে শ্রীফলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন চেহরিয়া তরুণ একাদশ বনাম গাংরাইয়া শান্তি মিশন ক্লাব। খেলায় চ্যাম্পিয়ন হন গাংরাইয়া শান্তি মিশন ক্লাব।
পেরিয়া ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশারের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা ও পেরিয়া ইউনিয়ন বিএনপি সদস্য আনোয়ার হোসেন ভূঁইয়া। বিশেষ বক্তা ছিলেন  নাঙ্গলকোট উপজেলা যুবদল সদস্য খাঁন মোবারক।
পেরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব মাহফুজ আলম সর্দারের সঞ্চলনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পেরিয়া ইউনিয়ন যুবদল নেতা হাজী মাহবুব, নাঙ্গলকোট ইসলামিয়া জেনারেল হসপিটাল পরিচালক তৌহিদ উল্লাহ মজুমদার রায়হান, পেরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তফা মাহমুদ, যুগ্ম আহবায়ক কামাল হোসেন, শহীদ জিয়া স্মৃতি সংসদ কুমিল্লা দক্ষিণ জেলা প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহসিন হোসাইন টিটু, ৮নং ওয়ার্ড বিএনপি নেতা গাজী আবু জাফর, ঢাকা বিশ্ববিদ্যালয় সাবেক ছাত্রনেতা জসিম উদ্দিন শোভন প্রমুখ।
খেলা পরিচালনা কমিটিতে ছিলেন হুমায়ুন খাঁন, বাবুল, মোজাম্মেল, রাজু, মেহেদী প্রমুখ।
অনুষ্ঠান শেষে ফাইনাল খেলায় বিজয়ী গাংরাইয়া শান্তি মিশন ক্লাব ও রানার্স আপ চেহরিয়া তরুণ একাদশ এর খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ