প্রকাশিত: ৮:৫৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ১, ২০২৪
মাঈন উদ্দিন দুলাল-
আইডিয়াল ফ্রেন্ডস সোসাইটি আই.এফ.এস এর আয়োজনে ৭ম থেকে ১০ শ্রেণী’র বৃত্তি পরীক্ষা রবিবার কুমিল্লার নাঙ্গলকোট আরিফুর রহমান সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এর আগে শনিবার ৫ম ও ৬ষ্ঠ শ্রেণীর পরিক্ষা একই কেন্দ্রে অনুষ্ঠিত হয়। ২০২৩ সালের আই.এফ.এস বৃত্তি পরীক্ষায় নাঙ্গলকোট উপজেলার ১০৩টি স্কুল ও মাদরাসার ১হাজার ১শ’ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রতি বছর আই.এফ.এস বৃত্তি পরীক্ষায় ৫ম শ্রেণী থেকে ১০ শ্রেণী পর্যন্ত ২৭০জনকে বৃত্তি প্রদান করা হয়। ১৯৯৬ সাল থেকে আইডিয়াল ফ্রেন্ডস সোসাইটি আই.এফ.এস বৃত্তি পরীক্ষা শুরু হয়, এর পর থেকে প্রতি বছর উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান গুলোর শত-শত শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করে আসছে।
বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন তথ্য মন্ত্রণালয়ের উপ সচিব মোহাম্মদ ইব্রাহীম ভূঁইয়া, বোনাস বইয়ের লেখক মোহাম্মদ টিপু সুলতান, আইডিয়াল ফ্রেন্ডস সোসাইটি আই.এফ.এস পরিচালক মন্ডলীর সভাপতি বশিরুজ্জামান খান, আই.এফ.এস পরিচালক আমিনুল হক মাওলা, সাবেক নির্বাচন কর্মকর্তা তরিকুল ইসলাম মহিন, নাঙ্গলকোট আরিফুর রহমান সরকারি উচ্চ বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস.এম রহমান ভূঁইয়া, নাঙ্গলকোট প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ মিয়াজী, সাংবাদিক সাইফুল ইসলাম প্রমুখ।
প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী
নির্বাহী সম্পাদক-শফিকুর রহমান চৌধুরী (এম এ)
বার্তা সম্পাদক- মাঈন উদ্দিন দুলাল
সহ-সম্পাদক- মোহাম্মদ আল আমিন
প্রধান সম্পাদক-০১৬০১৯২০৭১৩
নির্বাহী সম্পাদক-০১৯১১২৫৭৪৯৬
বার্তা সম্পাদক-০১৭১৬০২১১৪৫
ইমেল-nangalkottimes24@gmail.com
জোড্ডা বাজার,নাঙ্গলকোট,কুমিল্লা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৪-২০২৪।
ফেইসবুক- facebook.com/nangalkottimes24
Design and developed by AshrafTech