নাঙ্গলকোটে অবৈধ ইটভাটা ও ইটের সাইজ ছোট হওয়ায়  ৪ ভাটাকে ১২লাখ টাকা জরিমানা 

প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২৪

নাঙ্গলকোটে অবৈধ ইটভাটা ও ইটের সাইজ ছোট হওয়ায়  ৪ ভাটাকে ১২লাখ টাকা জরিমানা 

মাঈন উদ্দিন দুলাল- কুমিল্লার নাঙ্গলকোটে অনুমোদন না নিয়ে অবৈধভাবে ইটভাটা পরিচালনা ও ইটের সাইজ নির্দিষ্ট মাপের চেয়ে ছোট হওয়ায় সোমবার বিকেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৪ ইটভাটাকে মোট ১২লাখ ২৫হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা আদায় করা ইটভাটা গুলো হল আজিজ ব্রিকফিল্ড, কামাল ব্রিকস, চৌধুরী ব্রিকস ও এ কে ব্রিকস। ১২লাখ ২৫হাজার টাকার মধ্যে চৌধুরী ব্রিকস কে লাইসেন্স ব্যতীত ইট ভাটা চালানোর অভিযোগে ৪ লাখ, এ কে ব্রিকস কে নির্দিষ্ট মাপের চেয়ে ছোট ইট প্রস্তুত  ৭৫ হাজার, আজিজ ব্রিকসকে ২ লাখ ৫০ হাজার ও কামাল ব্রিকসকে ৫ লাখ টাকা।এছাড়াও ফায়ার সার্ভিসের সহযোগিতায় আজিজ ব্রিকস কাঁচা ইট ধ্বংস করা হয়েছে ও চুল্লির আগুন বন্ধ করা হয়েছে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার ইসমাইল হোসেন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশ্রাফুল হক।সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা ও  বিএসটিআই, কুমিল্লা এবং নাঙ্গলকোট থানা।

 

Please follow and like us:

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ