কেফায়েত উল্লাহ মিয়াজী :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন ইউনিয়নে পদযাত্রা গত শনিবার অনুষ্ঠিত হয়েছে। পদযাত্রা কর্মসূচির মধ্যে উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়ন বিএনপির পদযাত্রা অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহবায়ক ও নাঙ্গলকোট উপজেলা আহবায়ক আলহাজ্ব নজির আহমেদ ভুঁইয়া, দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহবায়ক মোস্তফা জামান।
পদযাত্রা মিছিল শেষে বাঙ্গড্ডা বাজার থেকে পুলিশ বিএনপির ৩ নেতাকে আটক করে এবং পরে ওই ৩জন সহ ২০ জনের নাম উল্লেখ করে ও ৬০জনকে অজ্ঞাত নামা আসামি করে মামলা করে বলে দাবী বিএনপি নেতাদের। অটকৃতরা হলেন পরিকোট গ্রামের তনু মোল্লার ছেলে নাছির মোল্লা, মাহিনী ছগরি পাড়া গ্রামের ইউনুছ মিয়ার ছেলে কবির আহম্মদ ও গান্দাছি গ্রামের আবদুল ওহাবের ছেলে নুর হোসেন মনু।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এছাড়াও পদযাত্রা অনুষ্ঠিত হয় নাঙ্গলকোট উপজেলার হেসাখাল ইউনিয়ন, রায়কোট দক্ষিণ ইউনিয়ন, পেরিয়া ইউনিয়ন, আদ্রা উত্তর ইউনিয়ন, দৌলখাঁড় ইউনিয়ন, মৌকরা ইউনিয়ন, সাতবাড়ীয়া ইউনিয়ন, জোড্ডা পশ্চিম ইউনিয়ন, বক্সগঞ্জ ইউনিয়ন, মক্রবপুর ইউনিয়ন, জোড্ডা পূর্ব ইউনিয়ন সহ উপজেলার অন্যান্য ইউনিয়ন গুলোতে।
প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী
নির্বাহী সম্পাদক-শফিকুর রহমান চৌধুরী (এম এ)
বার্তা সম্পাদক- মাঈন উদ্দিন দুলাল
সহ-সম্পাদক- মোহাম্মদ আল আমিন
অফিস : জোড্ডা বাজার,নাঙ্গলকোট,কুমিল্লা।
প্রধান সম্পাদক-০১৬০১৯২০৭১৩
নির্বাহী সম্পাদক-০১৯১১২৫৭৪৯৬
বার্তা সম্পাদক-০১৭১৬০২১১৪৫
ইমেল-nangalkottimes24@gmail.com