নাঙ্গলকোটের বাঙ্গড্ডায় দাঁড়িপাল্লার গণমিছিল

প্রকাশিত: ১২:১৩ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৫

নাঙ্গলকোটের বাঙ্গড্ডায় দাঁড়িপাল্লার গণমিছিল
কেফায়েত উল্লাহ মিয়াজী :
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কুমিল্লা-১০ আসনের প্রার্থী মাওলানা মোহাম্মদ ইয়াছিন আরাফাতের দাঁড়িপাল্লা’র সমর্থনে শুক্রবার বিকালে নির্বাচনী গণমিছিল নাঙ্গলকোটের বাঙ্গড্ডা বাজারে অনুষ্ঠিত হয়েছে। বাঙ্গড্ডা পূর্ব বাজার বটতলা থেকে মিছিলটি শুরু করে বাজারের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ করে।
গণমিছিল শেষে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা নায়েবে আমীর মাওলানা মোহাম্মদ ইউসুফ আলী। সঞ্চালনা করেন জামায়াত নেতা রফিকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা মজলিস শুরা ও কর্ম পরিষদ সদস্য অধ্যাপক মাওলানা আব্দুল মালেক মোল্লা, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মাওলানা ওমর ফারুক মিয়াজী, সহ সভাপতি মোসাদ্দেক হোসেন, জামায়াতে ইসলামী বাঙ্গড্ডা ইউনিয়ন আমীর মাওলানা দেলোয়ার হোসেন, সহকারী সেক্রেটারি মাওলানা আবু বকর সিদ্দিক,  রায়কোট উত্তর ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল মান্নান ভূঁইয়া, পেরিয়া ইউনিয়ন সভাপতি মাওলানা আহমেদ উল্লাহ নোমান আনোয়ারী, সেক্রেটারি মাওলানা আবু নছর মোহাম্মদ ছালেহ, মক্রবপুর ইউনিয়ন সেক্রেটারি নূরুল আফসার, রায়কোট দক্ষিণ সেক্রেটারি মাস্টার আব্দুল খালেক খোকন, জামায়াত নেতা আব্দুল মোতালেব মোল্লা রিপন, মোহাম্মদ মহিন উদ্দিন, ইসলামী ছাত্রশিবির নাঙ্গলকোট উপজেলা উত্তর সভাপতি ইখতিয়ার ইসলাম রুদ্র, সেক্রেটারী যোবায়ের হোসেন আরমান প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ