মোঃ সাইফুল ইসলাম- নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউনিয়নের গাংরাইয়া মসজিদ পুনঃনির্মাণের সাহায্যার্থে সোমবার সকালে মসজিদ মিলনায়তনে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অধ্যাপক শাহজাহানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন; চলন কলেজের অধ্যক্ষ নুরুল ইসলাম খান। প্রধান মুফাসসির হিসেবে তাফসীর পেশ করেন; ঢাকা মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার মুহাদ্দিস ডক্টর মাওলানা মুফতি আবুল কালাম আজাদ বাশার। বিশেষ মুফাসসির হিসেবে তাফসীর পেশ করেন;পাটোয়ার ফাজিল ডিগ্রী মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা আহম্মদ উল্লাহ নোমান আনোয়ারী,মাওলানা আব্দুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন;পেরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবীর মজুমদার,কাতার প্রবাসী হাজী মাইন উদ্দিন, ৪নং ওয়ার্ড মেম্বার হুমায়ুন কবীর মজুমদার,পেরিয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি নজরুল ইসলাম, ইঞ্জিনিয়ার অলি উল্লাহ মজুমদার,আব্দুস সাত্তার সহ অনেকে। তাফসীর শেষে মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী
নির্বাহী সম্পাদক-শফিকুর রহমান চৌধুরী (এম এ)
বার্তা সম্পাদক- মাঈন উদ্দিন দুলাল
সহ-সম্পাদক- মোহাম্মদ আল আমিন
অফিস : জোড্ডা বাজার,নাঙ্গলকোট,কুমিল্লা।
প্রধান সম্পাদক-০১৬০১৯২০৭১৩
নির্বাহী সম্পাদক-০১৯১১২৫৭৪৯৬
বার্তা সম্পাদক-০১৭১৬০২১১৪৫
ইমেল-nangalkottimes24@gmail.com