দৌলখাঁড় ভাষা শহীদদের স্মরণে ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

প্রকাশিত: ৩:১৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২২

দৌলখাঁড় ভাষা শহীদদের স্মরণে ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

মাঈন উদ্দিন দুলাল- নাঙ্গলকোটের দৌলখাঁড় ইউনিয়নের কান্দাল মধ্যমপাড়া যুব উন্নয়ন একতা স্পোটিং ক্লাবের আয়োজনে ভাষা শহীদদের স্মরণে নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন বৃহস্পতিবার রাতে কান্দাল মাঠে অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী খেলায় অংশ গ্রহণ করেন বাসুদাই স্টুডেন্ট ফ্রেন্ডস সোসাইটি ক্লাব বনাম ছাতারপাইয়া গাবতলী নাইট রাইডার্স ক্লাব। উদ্বোধনী খেলায় বিজয়ী হন বাসুদাই স্টুডেন্ট ফ্রেন্ডস সোসাইটি ক্লাব। দৌলখাঁড় ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক সৈয়দ আহম্মেদ শহীদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দৌলখাঁড় ইউনিয়ন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী প্রভাষক সাইফুল ইসলাম দাদা ভাই।
ইউনিয়ন ছাত্রলীগ প্রচার সম্পাদক সাজ্জাদ হোসেন ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট প্রেসক্লাব প্রচার সম্পাদক বাপ্পী মজুমদার ইউনুস, ইউপি সদস্য আইয়ুব আলী মজুমদার, ইউনিয়ন যুবলীগ সভাপতি আবুল হাশেম ভূঁইয়া মানিক, সহ-সভাপতি আলা উদ্দিন, সাহাব উদ্দিন, সুপ্রিমকোর্ট আইনজীবি সহকারী আবুল কালাম মজুমদার, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম শিমুল, মাস্টার মাঈন উদ্দিন সরকার, সমাজ সেবক জহিরুল ইসলাম, মোহাম্মদ ছোয়াব।
উপস্থিত ছিলেন, ব্যবসায়ী হাছান মজুমদার, ইউনিয়ন যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক দয়াল খোকন, গনি ওসমান, ইউপি সদস্য মহিন উদ্দিন মেজু, সাবেক ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি ইমরান হোসেন জামাল, সাবেক সিনিয়র সহসভাপতি রিয়াদ মজুমদার, সাবেক সাধারণ সম্পাদক ফাহিম রনি মজুমদার, সাধারণ সম্পাদক জাহিদ হাছান রুপু, দৌলখাঁড় রাইজিং ক্লাব সভাপতি রাশেদুজ্জামান, ডাক্তার ফয়সাল হোসেন, মাস্টার ইয়াছিন খন্দকার সুমন প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ