দৌলখাঁড় ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী

প্রকাশিত: ১:০৯ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২৫

দৌলখাঁড় ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী
কেফায়েত উল্লাহ মিয়াজী:
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার দৌলখাঁড় ইউনিয়নের আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান কান্দাল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। দৌলখাঁড় ইউনিয়ন জামায়াতে ইসলামী আমীর মাওলানা আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াত ঘোষিত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা ইয়াছিন আরাফাত।
দৌলখাঁড় ইউনিয়ন জামায়াত সেক্রেটারি বদরুল আমিন পলাশের সঞ্চালনায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম হাসান, উপজেলা শুরা ও কর্ম পরিষদ সদস্য এবং যুব ও প্রচার বিভাগ সভাপতি মাওলানা আব্দুল হান্নান, ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক শাহদাত হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কাফরুল থানা শুরা ও কর্ম পরিষদ সদস্য গেয়াস উদ্দিন, ইসলামী ছাত্রশিবির নাঙ্গলকোট সদর সভাপতি সেলিম উদ্দিন ভূঁইয়া, বটতলী ইউনিয়ন জামায়াত সভাপতি আলী আকবর, দৌলখাঁড় ইউনিয়ন সাবেক সভাপতি ডাক্তার খোরশেদ আলম।
এসময় উপস্থিত ছিলেন দৌলখাঁড় ইউনিয়নের ১নং ওয়ার্ড সভাপতি রফিকুল ইসলাম, ২নং ওয়ার্ড সভাপতি জাকির হোসেন, ৩নং ওয়ার্ড সভাপতি হারুনুর রশিদ, ৪নং ওয়ার্ড সভাপতি বেলাল হোসেন, ৫নং ওয়ার্ড সভাপতি জয়নুল আবেদীন, ৬নং ওয়ার্ড সভাপতি ইয়াকুব জামান মিয়াজী, ৭নং ওয়ার্ড সভাপতি ডাক্তার ওহিদুর রহমান, ৮নং ওয়ার্ড সভাপতি সাহাব উদ্দিন শিহাব, ৯নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ ইয়াছিন, ছাত্রশিবির দৌলখাঁড় ইউনিয়ন সভাপতি হাসান মাহমুদ, সেক্রেটারী মেজবাহ মিয়াজী, জামায়াত নেতা মাহবুবুল আলম লাতু, মুক্তার হোসেন, জহির উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠান শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামী দৌলখাঁড় ইউনিয়নের উদ্যোগে কয়েকটি অসহায় পরিবারকে সেলাই মেশিন ও ঢেউ টিন উপহার প্রদান করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ