প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২৪, ৮:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৫, ২০২৩, ৪:৫৯ অপরাহ্ণ
দেবর পুত্রের সাথে জ্যাঠাইমা’র পরকীয়া ও বিয়ের সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি
মোঃ শাহাদাত হোসেন- নাঙ্গলকোট পৌরসভার দক্ষিণ জোড়পুকুরিয়া গ্রামে জ্যাঠাইমা’র সাথে পরকীয়া প্রেম করে বিয়ে করেন দেবর পুত্র। এই ঘটনার সংবাদ প্রকাশ করায় উপজেলার খোশারপাড় গ্রামের গাজী বাড়ির গাজী মাঈন উদ্দিনের ছেলে আরমান এক সংবাদকর্মীকে স্ব-পরিবারে হত্যার হুমকি দিয়েছে। ফারহান আহম্মেদ আরমান নামে একটি ফেসবুক আইডি থেকে এ হুমকি দেয়া হয়। হুমকি দাতা আরাফাত জ্যাঠাইমা হিসেবে পরিচিত পরকীয়া প্রেমিকা হোসনা আক্তার স্বপ্নার আপন ছোট ভাই বলে জানা গেছে। উল্লেখ্য, নাঙ্গলকোট পৌরসভার ৭নং ওয়ার্ডের দক্ষিণ জোড়পুকুরিয়া গ্রামের আনু মিয়ার ছেলে প্রবাসী আবদুল আজিজ ২০১২ সালে পারিবারিক ভাবে বিয়ে করে একই উপজেলার পেরিয়া ইউনিয়নের খোশারপাড় গ্রামের গাজী মাইনুদ্দিনের মেয়ে হোসনা আক্তার স্বপ্নাকে। আজিজ ও স্বপ্না দম্পতির সুখের সংসারে আসে এক কন্যা সন্তান। এরপর আবদুল আজিজ প্রবাসে চলে গেলে তার ছোট ভাই মফিজুর রহমানের ছেলে মোহাম্মদ নয়ন তার স্ত্রীর সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে। এই ঘটনায় ২০২১ সালে স্বপ্না ও আজিজ দম্পতির সংসার ভেঙ্গে যায়। সংসার ভাঙ্গার সালিশে আবদুল আজিজ তার স্ত্রীকে দেয়া স্বর্ণালংকার ছাড়াও নগদ ২ লাখ ৫০ হাজার টাকা দিতে হয়। প্রথম স্বামী আবদুল আজিজের সাথে তালাকের কয়েক দিন পর নাঙ্গলকোট পৌরসভা নিকাহ্ রেজিস্টারের কার্যালয়ে সাক্ষীদের উপস্থিতিতে মোবাইল ফোনে স্বপ্নাকে বিয়ে করেন প্রবাসী ভাতিজা নয়ন। বিয়ের বিষয়টি দীর্ঘদিন গোপন থাকার পর কিছুদিন পূর্বে নয়ন বাহরাইন থেকে দেশে আসলে গত বৃহস্পতিবার গভীর রাতে প্রেমিকা স্বপ্নার সাথে দেখা করতে তাদের বাড়িতে যায়, পরে স্বপ্না পেরিয়া ইউনিয়ন নিকাহ রেজিস্টারের সহকারী মোহাম্মদকে ডেকে নিয়ে ভোররাতে দেবর পুত্র নয়নকে দ্বিতীয় বার বিয়ে করে। সাংবাদিককে হত্যার হুমকি দাতা আরমানের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে বলে জানান ওই সংবাদকর্মী।
প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী
নির্বাহী সম্পাদক-শফিকুর রহমান চৌধুরী (এম এ)
বার্তা সম্পাদক- মাঈন উদ্দিন দুলাল
সহ-সম্পাদক- মোহাম্মদ আল আমিন
অফিস : জোড্ডা বাজার,নাঙ্গলকোট,কুমিল্লা।
প্রধান সম্পাদক-০১৬০১৯২০৭১৩
নির্বাহী সম্পাদক-০১৯১১২৫৭৪৯৬
বার্তা সম্পাদক-০১৭১৬০২১১৪৫
ইমেল-nangalkottimes24@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৪-২০২৩।