দু’ গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া নাঙ্গলকোটে স্বেচ্ছাসেবক দলের পৃথক-পৃথক কর্মী সভা

প্রকাশিত: ১:৪৯ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২১

দু’ গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া নাঙ্গলকোটে স্বেচ্ছাসেবক দলের পৃথক-পৃথক কর্মী সভা

মাঈন উদ্দিন দুলাল- নাঙ্গলকোট উপজেলা স্বেচ্ছাসেবক দলের পৃথক-পৃথক কর্মী সভা শনিবার রাতে অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট পশ্চিম বাজারের মজুমদার মার্কেটে উপজেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক প্রভাষক খোরশেদ আলমের সভাপতিত্বে প্রাধান অতিথির বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি চৌধুরী অহিদুর রহমান চয়ন। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি (কুমিল্লা বিভাগ) শাহবুদ্দিন আহাম্মদ ফারুক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়া, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাধারণ সম্পাদক সারোয়ার আলম ভূঁইয়া রুবেল, সহ সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, নিজাম উদ্দিন কায়সার, কুমিল্লা দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক (ভিপি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।
বক্তব্য রাখেন, নাঙ্গলকোট পৌর বিএনপির আহবায়ক আনোয়ার হোসেন মুকুল, সাবেক চেয়ারম্যান গোলাম রসূল, মাজহারুল ইসলাম ছুপু, যুবদল নেতা এস এম নাছির উদ্দিন, ডা: মাঈন উদ্দিন বাহার, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক অধ্যাপক জালাল আ‏হম্মদ, আজিম উদ্দিন মাকসুদ, ইউসুফ কমিশনার, জাতীয় যুব ঐক্য পরিষদ নাঙ্গলকোট উপজেলা সাধারণ সম্পাদক ফয়েজ আহম্মদ, ছাত্রদল নেতা ছালেহ আ‏হম্মদ, সেলিম জাহাঙ্গীর মন্টু প্রমুখ। এর পূর্বে উপজেলা বিএনপি কার্যালয়ে জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক ও জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপজেলা বিএনপি আহবায়ক নজির আহম্মদ ভূঁইয়া সদস্য সচিব আনোয়ার হোসেন নয়ন বক্তব্য রাখেন। দু’ গ্রুপের সভা নিয়ে নাঙ্গলকোট বাজারে উত্তেজনা ও এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ