ঢালুয়া ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড ফুটবল প্রতীকের মেম্বার প্রার্থী হারুন অর রশিদের উঠান বৈঠক অনুষ্ঠিত

প্রকাশিত: ১:৩৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২১

ঢালুয়া ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড ফুটবল প্রতীকের মেম্বার প্রার্থী হারুন অর রশিদের উঠান বৈঠক অনুষ্ঠিত

মাঈন উদ্দিন দুলাল-  নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড ফুটবল প্রতীকের মেম্বার প্রার্থী হারুন অর রশিদের উঠান বৈঠক রবিবার রাতে বদরপুর গ্রামে অনুষ্ঠিত হয়েছে। আবুল কালাম আবুর সভাপতিত্বে উঠান বৈঠকে বক্তব্য রাখেন ফুটবল প্রতীকের মেম্বার প্রার্থী হারুন অর রশিদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মকবুল আহম্মেদ ভূঁইয়া, ঠিকাদার ইব্রাহিম, অহিদুর রহমান মোল্লা, আব্দুল জলিল, প্রভাষক আবু বক্কর ছিদ্দিক থানা যুবলীগ সদস্য দেলোয়ার হোসেন বিপ্লব, রফিকুল ইসলাম, সামছুল হক সাম্মু, আবুল কাসেম, আমিন মিয়া, ছেরাজুল হক, আব্দুল মালেক, তোয়াহা, মিলন, , রনি, বাহাদুর, সাহাব উদ্দিন প্রমূখ। মেম্বার প্রার্থী হারুন অর রশিদ বলেন আমি নির্বাচিত হলে সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠা, অসহায় মানুষের বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা পাওয়ার কাজে সহযোগীতা করে যাবো। এ ওয়ার্ডের বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হবে। আমি ২০০১ সালে রাজনৈতিক প্রতি হিংসার শিকার হয়ে বহু মামলার আসামি হয়েছি। আমি চাকুরী থেকে অব্যহতি নিয়ে বিদেশে চলে যাই। অনেক ক্ষতিগ্রস্থ হয়েছি। আমি বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে জনগণের মধ্যে বঙ্গবন্ধুর আদর্শকে বাস্তবায়ন করার চেষ্টা করে যাবো। আগামী ৫ জানুয়ারী জনগণ যাকে রায় দিবে আমি তা মেনে নিবো।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ