মাঈন উদ্দিন দুলাল- ঢালুয়া ইউনিয়নের বায়রা গ্রামে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সোমবার সকালে বায়রা গ্রামের বেলাল হোসেন, তার ছেলে সাখাওয়াত হোসেন রাহাত, শাহরিয়ার হোসেন রিয়াদ, এবায়দুল হকের ছেলে নুরুল ইসলাম ও বেলাল হোসেনের স্ত্রী মনোয়ারা বেগম ধারালো অস্ত্রশস্ত্র দিয়ে কুপিয়ে পিটিয়ে একই বাড়ীর রেজাউল করিম পারভেজ (২৭) তার পিতা জামাল উদ্দিন (৬০), মা জাহানারা বেগমকে (৫০) গুরুতর আহত করে। আহতদের প্রথমে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে অবস্থার অবনতি হওয়ায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে মঙ্গলবার গুরুতর আহত রেজাউল করিম পারভেজের স্ত্রী আকলিমা আক্তার বাদী হয়ে নাঙ্গলকোট থানায় মামলা দায়ের করে।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বায়রা গ্রামের মোকছেদুর রহমানের ছেলে জামাল উদ্দিনের সাথে তার ভাতিজাদের দীর্ঘদিন যাবৎ সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে। এর জেরে সোমবার সকালে জামাল উদ্দিনের ছেলে রেজাউল করিম পারভেজ করোনা ভাইরাসের টিকা দিতে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার জন্য বাড়ী থেকে বের হলে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা চাচা বেলাল হোসেন, চাচাতো ভাই সাখাওয়াত হোসেন রাহাত, শাহরিয়ার হোসেন রিয়াদ, চাচি মনোয়ারা বেগম ও একই গ্রামের এবায়দুল হকের ছেলে নুরুল ইসলাম ধারালো অস্ত্রশস্ত্র দিয়ে তাকে কোপাতে থাকে। পারভেজের আত্ম চিৎকারে তার বাবা-মা এগিয়ে গেলে সন্ত্রাসীরা তাদেরকেও কুপিয়ে পিটিয়ে আহত করে।
নাঙ্গলকোট থানা ওসি (তদন্ত) রকিবুল ইসলাম বলেন, মামলা রেকর্ড হয়েছে। আসামীদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত আছে।
প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী
নির্বাহী সম্পাদক-শফিকুর রহমান চৌধুরী (এম এ)
বার্তা সম্পাদক- মাঈন উদ্দিন দুলাল
সহ-সম্পাদক- মোহাম্মদ আল আমিন
অফিস : জোড্ডা বাজার,নাঙ্গলকোট,কুমিল্লা।
প্রধান সম্পাদক-০১৬০১৯২০৭১৩
নির্বাহী সম্পাদক-০১৯১১২৫৭৪৯৬
বার্তা সম্পাদক-০১৭১৬০২১১৪৫
ইমেল-nangalkottimes24@gmail.com