ঢালুয়া ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে বিজয় র‌্যালি ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ 

প্রকাশিত: ৬:২২ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২৪

ঢালুয়া ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে বিজয় র‌্যালি ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ 
কেফায়েত উল্লাহ মিয়াজী:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুমিল্লার নাঙ্গলকোটের ঢালুয়া ইউনিয়নের আয়োজনে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে র‌্যালি ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। স্থানীয় তেজের বাজার থেকে সোমবার সকালে বিজয় র‌্যালি শুরু করে ঢালুয়া বাজার-সহ ইউনিয়নের বিভিন্ন বাজার প্রদক্ষিণ শেষে ঢালুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এসে র‌্যালিটি শেষ করে। পরে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগকারী বীর শহীদদের স্মরণে ঢালুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
র‌্যালি ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢালুয়া ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অঙ্গ  সংগঠনের নেতৃবৃন্দ।
Please follow and like us:

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ