ঢালুয়ায় ধানের শীষের প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়ার পক্ষে একাত্মতা প্রকাশ অনুষ্ঠান

প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২৫

ঢালুয়ায় ধানের শীষের প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়ার পক্ষে একাত্মতা প্রকাশ অনুষ্ঠান
কেফায়েত উল্লাহ মিয়াজী:

‎কুমিল্লা-১০ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল গফুর ভূঁইয়ার সমর্থনে এবং ধানের শীষের বিজয়ের লক্ষ্যে উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন মজুমদার ঢালুয়া ইউনিয়নের সহস্রাধিক নেতাকর্মী নিয়ে একাত্মতা প্রকাশ করেন। একাত্মতা প্রকাশ উপলক্ষে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান বৃহস্পতিবার সন্ধ্যায় নাঙ্গলকোট উপজেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। ঢালুয়া ইউনিয়ন বিএনপি সভাপতি ইসহাক মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-১০ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আব্দুল গফুর ভূঁইয়া।

‎অনুষ্ঠান শুরুতে কুমিল্লা-১০ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আব্দুল গফুর ভূঁইয়া ঢালুয়া ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করেন।

‎উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সাবেক সহ সভাপতি শোয়াইব খন্দকার, ঢালুয়া ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি নুরুল ইসলাম খন্দকার, নাঙ্গলকোট উপজেলা ছাত্রদল সাবেক সভাপতি ও মক্রবপুর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান মাজহারুল ইসলাম ছুপু, নাঙ্গলকোট উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন মজুমদার, ঢালুয়া ইউনিয়ন যুবদল আহ্বায়ক আবু হানিফ, সদস্য সচিব কামাল হোসেন মুন্সি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নান ভূঁইয়া, ইউনিয়ন যুবদল যুগ্ম আহ্বায়ক কাজী জিয়া উদ্দিন, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম ভূঁইয়া।

‎‎এসময় উপস্থিত ছিলেন ঢালুয়া ইউনিয়ন যুবদল যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, মুরাদ তালুকদার, ওমর ফারুক, মোহাম্মদ সোহাগ, মোহাম্মদ বেলাল মহাজন সহ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ