ট্রেনে কাটা পড়ে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

প্রকাশিত: ৫:৩৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২২

ট্রেনে কাটা পড়ে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

মাঈন উদ্দিন দুলাল-  মৌকরা ইউনিয়ন পরিষদ সাবেক সদস্য গোমকোট গ্রামের আব্দুল করিম (৭৫) স্বস্ত্রীক চট্টগ্রামের বটতলী স্টেশান থেকে শনিবার সকালে নাঙ্গলকোট আসার উদ্দেশ্যে ঢাকাগামী কর্ণফুলি এক্সপ্রেস ট্রেনে উঠে। এ সময় অসাবধানতা বসত তার স্ত্রী আমেনা বেগমের ওড়না রেল লাইনে পড়ে যায়। আব্দুল করিম ট্রেন থেকে নেমে স্ত্রীর ওড়না নিতে গেলে ট্রেনটি ছেড়ে দেয়। এসময় ট্রেনে তার দুই পা কাটা পড়ে। স্টেশন এলাকায় থাকা মানুষের চিৎকারে চালক ট্রেন থামালে তার স্ত্রী নেমে এসে আর্তনাদ করতে থাকলে স্থানীয়রা তাকে উদ্ধার কারে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পৌনে ১২টার দিকে তার মৃত্যু হয়। চট্টগ্রাম শহরের এক আত্মীয়ের বাসা থেকে বাড়ী ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। সাবেক মেম্বার আব্দুল করিমের মৃত্যুর খবরে তার বাড়ীতে শোকের মাতম চলছে।

 

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ