প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২৫
কেফায়েত উল্লাহ মিয়াজী :
কুমিল্লার নাঙ্গলকোটের জোড্ডা পূর্ব ইউনিয়ন কৃষকদল সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য জাকের হোসেন মিয়াজীর হানগড়া গ্রামের বাড়িতে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হামলা, ভাংচুর এবং তার ছেলে ঢাকার বায়তুল মোকাররম এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী জসিম উদ্দিন মিয়াজীকে জবাই করে হত্যা চেষ্টা ও অপহরণের হুমকির অভিযোগ উঠেছে ওই গ্রামের মোহাম্মদ উল্লাহর ছেলে ফয়সাল আহমেদ, কাউছার, ফাহাদ, রায়হান ও তাদের মা আফরোজা বেগমের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে এ হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। অভিযুক্ত ফয়সাল আহমেদ ও তার অপর ভাইয়েরা ছাত্রলীগ নেতা ও ঢাকার সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের কর্মী বলে দাবি করেন কৃষকদল নেতা ও সাবেক মেম্বার জাকের হোসেন মিয়াজী। এসময় হামলাকারীরা কৃষকদল নেতা জাকের হোসেন মেম্বারের অপর ছেলে আলী হোসেন মিয়াজী ও মাঈন উদ্দিন সৈকতকে মারপিট করে বলে জানান ভূক্তভোগীরা। ওই বাড়িতে বসবাসরত সকল পরিবারে জন্য নির্ধারিত চলাচলের রাস্তা থাকার পরও অভিযুক্তরা জোরপূর্বক কৃষকদল নেতা ও সাবেক ইউপি মেম্বার জাকের হোসেন মিয়াজীর বাড়ির টিনের বাউন্ডারি বেড়া ভেঙ্গে নিজেদের চলাচলের রাস্তা করতে এ হামলা ও ভাংচুর চালায় বলে জানান স্থানীয়রা। এ ঘটনায় উভয় পক্ষ জাতীয় জরুরী সেবা ৯৯৯ নাম্বারে ফোন করলে নাঙ্গলকোট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে ভূক্তভোগী আলী হোসেন মিয়াজী বলেন, আমাদের বাড়ির সকল পরিবারের চলাচলের জন্য একটি নির্ধারিত রাস্তা রয়েছে। কিন্তু মাঙ্গলবার দুপুরে ফয়সালের নেতৃত্বে তার অপর ৩ ভাই ও মা মিলে ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের বাড়িতে হামলা ও ভাংচুর চালায়। তারা আমাদের বাড়ির বেড়া গুলোকে কুপিয়ে তছনছ করে ফেলে। এসময় আমরা বাধা দিলে আমাকে মারপিট ও আমার ভাই জসিম উদ্দিন মিয়াজীকে ধারালো অস্ত্র গলায় বসিয়ে দিয়ে চুপ থাকতে বলে, না হয় জবাই করে হত্যা করার হুমকি দেয় এবং এ ব্যাপারে আইনগত প্রদক্ষেপ নিলে জসিমের কর্মস্থল ঢাকা থেকে তাকে অপহরণ করবে বলেও হুমকি দেয়।
এ ব্যাপারে ভূক্তভোগী কৃষকদল নেতা জাকের হোসেন মেম্বার বলেন, ফয়সাল ও তার ভাইয়েরা সবাই ছাত্রলীগের রাজনীতি করে। তারা ঢাকার শীর্ষ সন্ত্রাসী হাজী সেলিমের লোক। তারা আমার বাড়িঘর কুপিয়ে তছনছ করে ও আমার ছেলেদেরকে মারপিট ও হত্যা এবং অপহরণের হুমকি দেয়। আমি প্রশাসনের কাছে এ অস্ত্রধারী সন্ত্রাসীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাই।
অভিযুক্ত ফয়সাল আহমেদ বলেন, আলী হোসেন ও জসিম আগে আমাদের উপর হামলা করায় তাদের বাড়ির বেড়া ভাংচুরের ঘটনা ঘটেছে। আমরা আওয়ামীলীগের রাজনীতি ও হাজী সেলিমের রাজনীতির সাথে জড়িত নয়।
নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ এ কে ফজলুল হক বলেন, জাতীয় জরুরী সেবায় ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ ফেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী
নির্বাহী সম্পাদক-শফিকুর রহমান চৌধুরী (এম এ)
বার্তা সম্পাদক- মাঈন উদ্দিন দুলাল
সহ-সম্পাদক- মোহাম্মদ আল আমিন
প্রধান সম্পাদক-০১৬০১৯২০৭১৩
নির্বাহী সম্পাদক-০১৯১১২৫৭৪৯৬
বার্তা সম্পাদক-০১৭১৬০২১১৪৫
ইমেল-nangalkottimes24@gmail.com
জোড্ডা বাজার,নাঙ্গলকোট,কুমিল্লা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৪-২০২৪।
ফেইসবুক- facebook.com/nangalkottimes24
Design and developed by AshrafTech