প্রকাশিত: ১০:৪৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ১২, ২০২৪
মোঃ শাহাদাত হোসেন- কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার জোড্ডা পূর্ব ইউনিয়নের শ্রীহাস্য বাজার মসজিদ হইতে পানকরা সড়কটি দীর্ঘ ১৫ বছরেও সংস্কার না হওয়ায়, দক্ষিণ শ্রীহাস্য নেছারিয়া দাখিল মাদরাসা ও চৌমুড়ী বাজার জামে মসজিদের ২টি ভবন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সড়কটি দিয়ে প্রতিদিন মসজিদের মুসল্লী, মাদ্রাসা শিক্ষক, শিক্ষার্থী, অসুস্থ রোগী, সাধারণ জনগণসহ অন্তত হাজারো মানুষের চলাচল। চলাচলের একমাত্র সড়কের বেশির ভাগ অংশ পুকুরের পাড় ভেঙে পড়ে জনদুর্ভোগ আরো বেশি বাড়িয়ে দিয়েছে। বর্ষা এলে কাঁদামাটিতে জন দুর্ভোগের শেষ নেই এখানে। পুকুরের পাশে নেই গার্ড ওয়াল। এতোদিন নিজ উদ্যেগে এলাকার সাধারণ মানুষ সংস্কার করলেও রাস্তার বেশির ভাগ অংশ পুকুরে হেলে পড়ায় তা আর সম্ভব হচ্ছে না। এ বিষয়ে জনপ্রতিনিধিদের অবগত করলেও এখন পর্যন্ত মেরামত বা পূর্ণ সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। দ্রুত সংস্কার বা গার্ডওয়াল না হলে একপাশে মসজিদ অন্যদিকে মাদ্রাসা ভবন হেলে পড়ার সম্ভাবনা রয়েছে।
প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী
নির্বাহী সম্পাদক-শফিকুর রহমান চৌধুরী (এম এ)
বার্তা সম্পাদক- মাঈন উদ্দিন দুলাল
সহ-সম্পাদক- মোহাম্মদ আল আমিন
প্রধান সম্পাদক-০১৬০১৯২০৭১৩
নির্বাহী সম্পাদক-০১৯১১২৫৭৪৯৬
বার্তা সম্পাদক-০১৭১৬০২১১৪৫
ইমেল-nangalkottimes24@gmail.com
জোড্ডা বাজার,নাঙ্গলকোট,কুমিল্লা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৪-২০২৪।
ফেইসবুক- facebook.com/nangalkottimes24
Design and developed by AshrafTech