জোড্ডা পূর্বে জামায়াতের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প

প্রকাশিত: ২:০৯ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২৫

জোড্ডা পূর্বে জামায়াতের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প
কেফায়েত উল্লাহ মিয়াজী :
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লার নাঙ্গলকোটের জোড্ডা পূর্ব ইউনিয়নের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প শনিবার দিন ব্যাপী বাইয়ারা জয়নাল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টা থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পে ৪জন বিশেষজ্ঞ চিকিৎসক সেবা কার্যক্রম অব্যাহত রাখেন। ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগীগণ বিশেষজ্ঞ চিকিৎসকের প্রেসক্রিপশন, ডায়াবেটিস ও  ব্লাড প্রেসার পরীক্ষা এবং কিছু ঔষধ বিনামূল্যে গ্রহণ করেন। ফ্রি মেডিকেল ক্যাম্প উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জামায়াতে ইসলামী জোড্ডা পূর্ব ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল আহাদ মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী মনোনীত কুমিল্লা-১০ আসনের প্রার্থী ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোহাম্মদ ইয়াছিন আরাফাত।
সেবা দানকারী বিশেষজ্ঞ চিকিৎসকগণ হলেন ডাক্তার মহিম আলী, মোহাম্মদ নাবিল, সুমাইয়া আক্তার মিতু, সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা আমীর মাওলানা জামাল উদ্দিন, নায়েবে আমীর মাওলানা এস এম মহি উদ্দিন, পৌরসভা আমীর হারুনুর রশিদ, জোড্ডা পূর্ব ইউনিয়ন সাবেক আমীর ডাক্তার মোহাম্মদ আলী আমু, বাইয়ারা সমাজ কল্যাণ পরিষদ পৃষ্ঠপোষক কেরামত আলী মিজান, জোড্ডা পূর্ব ইউনিয়ন সহকারী সেক্রেটারি জসিম উদ্দিন,  বায়তুলমাল সম্পাদক জাফর আহমেদ, ওয়ার্ড সভাপতি ইয়াছিন মজুমদার, জয়নাল আবেদীন চৌধুরী,  ওয়ার্ড সেক্রেটারি হাফেজ শাহ জামাল প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ