জোড্ডা পশ্চিম ইউপি চেয়ারম্যানের নামে মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন 

প্রকাশিত: ১:৪০ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২৫

জোড্ডা পশ্চিম ইউপি চেয়ারম্যানের নামে মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন 

মাঈন উদ্দিন দুলাল- নাঙ্গলকোটের জোড্ডা পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসিম উদ্দিনের বিরুদ্ধে সরকারি চাল আত্মসাতের মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে  সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে জোড্ডা পশ্চিম ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

সংবাদ সম্মেলনে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসীম উদ্দীন বলেন, আমার বিরুদ্ধে প্রচারিত সংবাদ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। একটি কুচক্রী মহল রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে সাংবাদিক বন্ধুদের মিথ্যা তথ্য দিয়ে এ সংবাদ প্রচার করিয়েছেন। তিনি প্রচারিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

 

চেয়ারম্যান জসিম উদ্দিন বলেন,আমাদেরকে সরকার প্রথমে ৫ মাসের চাল বরাদ্দ দিয়েছে মে মাসের শেয দিকে যা আমরা জুন মাসে উত্তোলন করেছি। এরপর আবার ১মাসের চাল বরাদ্দ দিয়েছে  জুন মাসে। যেহেতু আমাদের ইউনিয়ন পরিষদ নতুন সে ক্ষেত্রে আমাদের গোডাউন সংকট থাকায় আমি আমার ওয়ার্ড মেম্বারদের ডেকে তাদের ৫মাসের বরাদ্ধকৃত চাল নেয়ার জন্য বলি কিন্তু আমার ওয়ার্ড মেম্বারগন বলেন আমরা যেহেতু দুরের সে ক্ষেত্রে আমাদের একসাথে ৬ মাসের চাল দিয়ে দেন। আর ঘোড়া ময়দান ওয়ার্ড যেহেতু কাছে পরবর্তীতে চাল আসলে তাদের চাল বিতরন করবেন। সে অনুযায়ী আমি দুরের ওয়ার্ডের ৬ মাসের চাল বুঝিয়ে দিয়েছি।  ঘোড়াময়দান ওয়ার্ডের চাল বিতরন কিছুটা বিলম্বিত হওয়া, কিছু সংখ্যক লোক ষড়যন্ত্রের কারনে চাল নিতে না আসায় আমাদের গোডাউনে কিছু চাল মজুদ ছিল। চাল মজুদ থাকার বিষয়টি আমি উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে অবগত করেছি।

 

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য নিজাম উদ্দিন, এমদাদুল হক, দীন মোহাম্মদ, নরুল হক, মিজানুর রহমান, নুরুল ইসলাম,কালা মিয়া, মহিলা সদস্য তাসলিমা আক্তার, সাফিয়া বেগম প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ