জামুরাইল ফ্রেন্ডস ক্লাবের আয়োজনে ডে-নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২৫

জামুরাইল ফ্রেন্ডস ক্লাবের আয়োজনে ডে-নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
কেফায়েত উল্লাহ মিয়াজী :
কুমিল্লার নাঙ্গলকোটের ঢালুয়া ইউনিয়নের জামুরাইল ফ্রেন্ডস ক্লাবের আয়োজনে ডে-নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার চরজামুরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টের উদ্বোধনী খেলা শনিবার সকালে শুরু হয়ে খেলা চলে দিনব্যাপী। পরে একই দিন রাতে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন বক্সগঞ্জ মরহুম মকবুল আহম্মেদ ফাউন্ডেশন ও গোমকোট ফাইভ স্টার ক্লাব। খেলায় বিজয়ী হন বক্সগঞ্জ মরহুম মকবুল আহম্মেদ ফাউন্ডেশন।
সমাজ সেবক হাজী জয়নাল আবেদীন ভূঁইয়ার সভাপতিত্বে খেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সৌদি আরব প্রবাসী ইমাম ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ী ইসমাইল হোসেন। খেলা উদ্বোধন করেন সিজিয়ারা কাদেরিয়া দাখিল মাদ্রাসা সহ-সুপার নূরুল আমিন।
খেলায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবক জামাল আহমেদ ভূঁইয়া, খোকন ভুঁইয়া, নাছির আহমেদ, মাস্টার আব্দুর রহিম, হানিফ মিয়া, আব্দুল হক, সাহাব উদ্দিন, খিতিশ দাস, জসিম ভূঁইয়া, দুলাল ভূঁইয়া, আবুল হাসান, সৌদি আরব প্রবাসী গিয়াস উদ্দিন, ব্যবসায়ী রুবেল আহমেদ, আবু তাহের প্রমুখ।
খেলায় আম্পায়ার হিসেবে নিয়োজিত ছিলেন ছাত্র নেতা নূরুল ইসলাম এনপি ও আব্দুল আহাদ।
ফাইনাল খেলা শেষে বিজয়ী বক্সগঞ্জ মরহুম মকবুল আহম্মেদ ফাউন্ডেশন ও রানার্স আপ গোমকোট ফাইভ স্টার ক্লাবের খেলোয়ারদের হাতে পুরুষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।
Please follow and like us:

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ