ছাত্রদলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী’তে নাঙ্গলকোটে প্রতিবাদ র‌্যালী ও লিফলেট বিতরণ

প্রকাশিত: ২:১১ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২৪

ছাত্রদলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী’তে নাঙ্গলকোটে প্রতিবাদ র‌্যালী ও লিফলেট বিতরণ

কেফায়েত উল্লাহ মিয়াজী :
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ছাত্রদলের আয়োজনে প্রতিবাদ র‌্যালী এবং নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত তৈরির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলার বাঙ্গড্ডা বাজারে এ র‌্যালী ও লিফলেট বিতরণ করা হয়। বাঙ্গড্ডা বাজারের বটতলা এলাকা থেকে প্রতিষ্ঠাবার্ষিকী’র প্রতিবাদ র‌্যালী শুরু করে বাজারের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পশ্চিম বাজারে বাদশা মিয়া স্কুল এন্ড কলেজ এলাকায় গিয়ে শেষ হয়। এসময় নেতাকর্মীরা পথচারী ও ব্যবসায়ীদের মধ্যে লিফলেট বিতরণ করেন। প্রতিবাদ র‌্যালী ও লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহবায়ক ও নাঙ্গলকোট উপজেলা আহবায়ক আলহাজ্ব নজির আহম্মেদ ভূঁইয়া।

Please follow and like us:

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ