প্রকাশিত: ৩:২৮ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২৫
মাঈন উদ্দিন দুলাল – নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউপির চৌকুড়ী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার ২৩ আগস্ট সকাল ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয় পরিচালনা পর্ষদের আয়োজনে এই অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা ইসমাইল হোসেন।
চৌকুড়ী উচ্চ বিদয়ালয়ের এডহক কমিটির সভাপতি ও ঢালুয়া ইউনিয়ন উন্নয়ন ফোরাম এর সভাপতি এডভোকেট ইয়াছিন তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত সচিব মোঃ আবু তালেব।
বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী আনিছুর রহমান রুবেল ও শহিদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন
নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল আমিন সরকার, ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম হেলাল, নাঙ্গলকোট উপজেলা প্রকৌশলী অহিদুল ইসলাম শিকদার, নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে ফজলুল হক, সামাজিক নিরাপত্তা ও অডিট অধিদপ্তরের উপ পরিচালক ছায়েদুল হক, চৌকুড়ী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব কাজী ওবায়দুল হক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুল হক প্রমুখ। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত সচিব আবু তালেব বলেন, ভালো রেজাল্ট করতে হলে ছাত্র-শিক্ষক এবং অভিভাবক উভয়ের আন্তরিকতা থাকতে হবে, শুধু শিক্ষকদের দোষ দিলে চলবে না, আপনার সন্তান কোথায় যায় কি করে সেই বিষয়ে খোঁজখবর নেয়ার দায়িত্ব আপনার, তাই আমি অভিভাবকদের উদ্দেশ্যে বলবো আপনারা সচেতন হোন আপনাদের সন্তানদের প্রতি একটু মনোযোগ দেন, তাহলেই দেখবেন আপনার সন্তান সুশিক্ষায় শিক্ষিত হয়েছে।
পাশাপাশি শিক্ষকবৃন্দের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা দায়িত্ব পালন করুন আপনারা মানুষ গড়ার কারিগর, আপনাদের হাত ধরে এই জাতি সামনের দিকে এগিয়ে যাবে, সুশিক্ষায় শিক্ষিত যুব সমাজকে নিয়ে তিনি আরো বলেন, বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের যেকোনো কাজে আমি আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ আমি আশা করি চৌকুড়ী উচ্চ বিদ্যালয় নাঙ্গলকোট থানার ভিতরে একটি অন্যতম বিদ্যালয় হিসেবে গড়ে উঠবে।
প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী
নির্বাহী সম্পাদক-শফিকুর রহমান চৌধুরী (এম এ)
বার্তা সম্পাদক- মাঈন উদ্দিন দুলাল
সহ-সম্পাদক- মোহাম্মদ আল আমিন
প্রধান সম্পাদক-০১৬০১৯২০৭১৩
নির্বাহী সম্পাদক-০১৯১১২৫৭৪৯৬
বার্তা সম্পাদক-০১৭১৬০২১১৪৫
ইমেল-nangalkottimes24@gmail.com
জোড্ডা বাজার,নাঙ্গলকোট,কুমিল্লা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৪-২০২৪।
ফেইসবুক- facebook.com/nangalkottimes24
Design and developed by AshrafTech