খেলাফত মজলিস মনোনীত কুমিল্লা-১০ আসনের প্রার্থী মাওলানা নুরুল আমিন ভূঁইয়া’র মোটর শোভাযাত্রা

প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২৫

খেলাফত মজলিস মনোনীত কুমিল্লা-১০ আসনের প্রার্থী মাওলানা নুরুল আমিন ভূঁইয়া’র মোটর শোভাযাত্রা
কেফায়েত উল্লাহ মিয়াজী: 
‎কুমিল্লা-১০ সংসদীয় আসনের খেলাফত মজলিস মনোনীত দেয়াল ঘড়ি প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী ও কুমিল্লা দক্ষিণ জেলা খেলাফত মজলিস সভাপতি আলহাজ্ব মাওলানা নুরুল আমিন ভূঁইয়া’র পক্ষে মোটর শোভাযাত্রা বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট ‎উপজেলার ঢালুয়া বাজার থেকে মোটর শোভাযাত্রা শুরু হয়ে নাঙ্গলকোট বাজার কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে এসে শেষ করে।
‎এসময় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন  কুমিল্লা-১০ সংসদীয় আসনে খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মাওলানা মোহাম্মদ নুরুল আমিন ভূঁইয়া, খেলাফত মজলিস কুমিল্লা মহানগর সেক্রেটারী মাওলানা মোহাম্মদ ইলিয়াস বিন হাশেম, ইসলামী যুব মজলিস চট্রগ্রাম মহানগর সভাপতি আবু বকর সিদ্দিক আহাদ।
‎এসময় উপস্থিত ছিলেন খেলাফত মজলিস কুমিল্লা দক্ষিণ জেলা সহ সভাপতি মাওলানা মুহাম্মদ নুরুল ইসলাম ফয়েজী, সহ সেক্রেটারি মাওলানা মোহাম্মদ আনোয়ার জাহিদ, বাইতুল মাল সম্পাদক  মাওলানা মুহাম্মদ আবদুল আওয়াল, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ শরিফুল ইসলাম ফুয়াদ, ইসলামী যুব মজলিস কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি মাওলানা মুহাম্মদ আবু দাউদ বিন হাসান, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি মোহাম্মদ আরিফুল ইসলাম, ‎খেলাপথ মজলিস নাঙ্গলকোট উপজেলা দক্ষিণ সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ নুরুন্নবী,  সেক্রেটারি হাফেজ মাওলানা মোহাম্মদ হাসান মিয়াজী, সহ সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা ওসমান গনি, নাঙ্গলকোট পৌরসভা সভাপতি মাওলানা খালেদ সাইফুল্লাহ, সেক্রেটারি মাওলানা মুফতী রহমত উল্যাহ প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ